সুরতগড় (রাজস্থান ),২৫ মার্চ : বুধবার রাতে সুরতগরের এক ভয়াবহ দুর্ঘটানায় মৃত্যু হয়েছে তিন সেনা জওয়ানের । আহত হন পাঁচ জন । আহতদের প্রথমে সেখানকার ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সৈনিক হাসপাতালে রেফার করা হয় । এরপর ঘটনাস্থলে পুলিশ এবং সেনা বাহিনীর আধিকারিকরা এসে পৌঁছায় । সেনা বাহিনীর তরফ থেকে ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে ।
সুরতগড়ের ডিএসপি শিবরতন গোদারা জানিয়েছেন , এই সেনা জওয়ানরা রোজকার অনুশীলনের জন্য বটিন্দা থেকে সুরতগড়ে আসছিলেন । গতরাতে আট জন সেনা জিপসিতে রেইকি করছিলেন । এই সময় রাত একটা নাগাদ রাজিয়াসর এলাকায় ইন্দিরা গান্ধি খালের আরডি 313 এর কাছে একটি বোভিনি (মহিষের একটি প্রজাতি) চলে আসে । তাকে বাঁচাতে গিয়ে উল্টে যায় জিপসিটি । সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় জিপসিটিতে ।