নয়াদিল্লি, 16 অক্টোবর:বিদেশমন্ত্রকের মুখপাত্র এবং অতিরিক্ত সচিব অরিন্দম বাগচীকে সোমবার জেনেভায় রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত করা হল ৷
অরিন্দম বাগচী 1995-ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস (আইএফএস)-এর আধিকারিক ৷ 2020 সালের মার্চে দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ৷ দায়িত্ব নেওয়ার পরই পূর্ব লাদাখ সীমান্ত, ভারতের কোভিড-19-সহ বেশ কয়েকটি বিতর্কিত সমস্যার পাশাপাশি উন্নয়নের দিকগুলিও দক্ষতার সঙ্গে পরিচালনা করেছিলেন। সম্প্রতি নয়াদিল্লির জি-20 সম্মেলনের ক্ষেত্রেও অরিন্দম বাগচী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন ৷
জেনেভায় ইন্দ্রমণি পান্ডের স্থলাভিষিক্ত হলেন অরিন্দম বাগচী ৷ অন্যদিকে, ইন্দ্রমণি পান্ডেকে ফের নয়াদিল্লিতে ফিরিয়ে আনতে চলেছে বিদেশ মন্ত্রক। সোমবার একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "অরিন্দম বাগচী (1995, আইএফএস) বর্তমানে বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব জেনেভায় রাষ্ট্রসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন ৷" একই সঙ্গে সেই বিবৃতিতেই জানানো হয়েছে, তিনি শীঘ্রই কার্যভার গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে ৷
আরও পড়ুন: পাকিস্তানে ভারতীয় বিমান, মেডিক্যাল ইমার্জেন্সির কারণে করাচিতে নামল এয়ার ইন্ডিয়ার উড়ান
জানা গিয়েছে, যুগ্ম সচিব (জি-20) নাগরাজ নাইডু কাকানুর এবং মরিশাসের হাই-কমিশনার কে নন্দিনী সিংলা-সহ প্রায় চারজন উচ্চপদস্থ কূটনীতিককে বিদেশমন্ত্রকের মুখপাত্র পদের জন্য বিবেচনা করছে বিদেশমন্ত্রক ৷ এর আগে অরিন্দম বাগচী ক্রোয়েশিয়ায় ভারতের রাষ্ট্রদূত এবং শ্রীলঙ্কায় ডেপুটি হাই-কমিশনার হিসাবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নিউইয়র্কে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনে পরিচালকের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়েও তিনি কাজ করেছেন। (পিটিআই)