পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anurag Slams Mamata: 'বাংলায় আইন-শৃঙ্খলার অবনতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রোল মডেল', আক্রমণ অনুরাগের - Mamata Banerjee

রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা এবং তারপর শনিবার রাতে বিজেপি নেতা রাজু ঝায়ের মৃত্যুর ঘটনা ৷ পরপর এই দু'টি ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বললেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমাচ্ছেন" ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 2, 2023, 2:26 PM IST

নয়াদিল্লি, 2 এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে একপ্রকার তুলোধনাই করলেন অনুরাগ ঠাকুর ৷ রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন "মমতা দিদি ঘুমাচ্ছেন ৷ তিনি একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে নিরাপত্তা দিচ্ছেন ৷" প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীতে 'জিতো অহিংসা রান'-এর সূচনা হয়েছে ৷ সেখানেই তিনি বিহার ও পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনা নিয়ে দুই রাজ্যের সরকারকে আক্রমণ করেন ৷

এদিন অনুরাগ আক্ষেপ করে বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে ৷ আর তিনি চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছেন ৷" একুশের নির্বাচনে বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ৷ কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে ৷ অনুরাগ এই বিষয়টি উল্লেখ না-করলেও ইঙ্গিতে বলেন, "আপনি যখন নির্বাচিত হলেন, তখনও হিংসার ঘটনা ঘটেছে ৷ এখন আবার রামনবমীতেও অশান্তি হচ্ছে ৷ তাহলে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার গুরুত্ব কোথায় ?"

শনিবার শক্তিগড়ে কয়েকজন দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি নেতা রাজু ঝা'র ৷ এ প্রসঙ্গটিও উঠে আসে বিজেপি মন্ত্রী অনুরাগের কথায় ৷ তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ করেন ৷ আরও অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতার মাধ্যমে হিংসা ছড়াচ্ছেন ৷ অনুরাগ ঠাকুর একটি সংবাদসংস্থাকে বলেন, "একটি রাজ্যে কীভাবে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) তাঁর রোল মডেল ৷ দেখাই যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু-বিরোধী ৷ তাঁর নাকের ডগায় অশান্তির ঘটনা ঘটছে ৷ তিনি চোখ বন্ধ করে রয়েছেন ৷ শুধু একটি নির্দিষ্ট শ্রেণির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রেখেছেন ৷ তাঁর বক্তৃতাতেও এটা বোঝা যায় ৷"

আরও পড়ুন:একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?

ABOUT THE AUTHOR

...view details