নয়াদিল্লি, 2 এপ্রিল: মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে একপ্রকার তুলোধনাই করলেন অনুরাগ ঠাকুর ৷ রামনবমীর সন্ধ্যায় হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনায় রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন কেন্দ্রীয় মন্ত্রী ৷ তিনি বলেন "মমতা দিদি ঘুমাচ্ছেন ৷ তিনি একটি নির্দিষ্ট শ্রেণির মানুষকে নিরাপত্তা দিচ্ছেন ৷" প্রসঙ্গত, রবিবার সকালে রাজধানীতে 'জিতো অহিংসা রান'-এর সূচনা হয়েছে ৷ সেখানেই তিনি বিহার ও পশ্চিমবঙ্গে অশান্তির ঘটনা নিয়ে দুই রাজ্যের সরকারকে আক্রমণ করেন ৷
এদিন অনুরাগ আক্ষেপ করে বলেন, "এটা খুব দুর্ভাগ্যজনক যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা ব্যবস্থায় হিন্দুদের উপর হামলা চালানো হচ্ছে ৷ আর তিনি চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছেন ৷" একুশের নির্বাচনে বাংলায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ৷ কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটছে ৷ অনুরাগ এই বিষয়টি উল্লেখ না-করলেও ইঙ্গিতে বলেন, "আপনি যখন নির্বাচিত হলেন, তখনও হিংসার ঘটনা ঘটেছে ৷ এখন আবার রামনবমীতেও অশান্তি হচ্ছে ৷ তাহলে আপনার মুখ্যমন্ত্রী হওয়ার গুরুত্ব কোথায় ?"