নয়াদিল্লি, 2 ডিসেম্বর: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্কে ৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের একাধিক দেওয়ালে লেখা 'ব্রাহ্মণরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাও', 'রক্ত ঝরবে' ৷ ব্রাহ্মণ্য ও বৈশ্যবাদ বিরোধী স্লোগানে ভরে গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ প্রতিটি স্লোগান লেখা হয়েছে লাল রঙের কালি দিয়ে ৷ জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়ালে ব্রাহ্মণদের নিশানা করে রীতিমতো হুমকি স্লোগান- 'ব্রাহ্মণ-বৈশ্য, তোমাদের জন্য আমরা আসছি ! তোমরা ছাড় পাবে না !' এবং 'তোমরা শাখায় ফিরে যাও' ৷ উপাচার্য এই ঘটনায় স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড গ্রিভ্যান্স কমিটির (School of International Studies & Grievances Committee) ডিনকে তদন্ত করতে এবং দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন ৷
স্বভাবতই এর তীব্র নিন্দা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি (Akhil Bharatiya Vidyarthi Parishad) ৷ তারা এই কাজের জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে দায়ী করেছে ৷ আরএসএস-এর ছাত্র সংগঠনটি টুইট করেছে, "এবিভিপি এই হিংসা এবং হেনস্থাকে ধিক্কার জানাচ্ছে ৷ কমিউনিস্ট গুন্ডারা বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ভাঙচুর চালাচ্ছে ৷ জেএনইউ-এর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের 2 নং বিল্ডিংয়ের দেওয়ালে অশ্লীল কথা লিখেছে কমিউনিস্টরা ৷ তারা স্বাধীন চিন্তাভাবনার অধ্যাপকদের চেম্বারগুলিকে বিকৃত করেছে ৷"
আরও পড়ুন: রামনবমীতে মাংস খাওয়া নিয়ে ধুন্ধুমার জেএনইউ, আহত 6