পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

JNU Controversy: জেএনইউয়ে দেওয়াল লিখন ঘিরে বিতর্ক, ডিনকে তদন্তের নির্দেশ উপাচার্যের - Akhil Bharatiya Vidyarthi Parishad

নয়া বিতর্কে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ ব্রাহ্মণ ও বৈশ্য সম্প্রদায়ের মানুষদের বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছে কেউ বা কারা ৷ এবিভিপি অবশ্য এর জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলির দিকে আঙুল তুলেছে (Anti Brahmin Baniya slogans) ৷

JNU Anti Brahman Slogan
Etv Bharat

By

Published : Dec 2, 2022, 7:51 AM IST

Updated : Dec 2, 2022, 9:54 AM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্কে ৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের একাধিক দেওয়ালে লেখা 'ব্রাহ্মণরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাও', 'রক্ত ঝরবে' ৷ ব্রাহ্মণ্য ও বৈশ্যবাদ বিরোধী স্লোগানে ভরে গিয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর ৷ প্রতিটি স্লোগান লেখা হয়েছে লাল রঙের কালি দিয়ে ৷ জেএনইউর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের দেওয়ালে ব্রাহ্মণদের নিশানা করে রীতিমতো হুমকি স্লোগান- 'ব্রাহ্মণ-বৈশ্য, তোমাদের জন্য আমরা আসছি ! তোমরা ছাড় পাবে না !' এবং 'তোমরা শাখায় ফিরে যাও' ৷ উপাচার্য এই ঘটনায় স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড গ্রিভ্যান্স কমিটির (School of International Studies & Grievances Committee) ডিনকে তদন্ত করতে এবং দ্রুত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন ৷

জেএনইউয়ের উপাচার্য ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন

স্বভাবতই এর তীব্র নিন্দা করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি (Akhil Bharatiya Vidyarthi Parishad) ৷ তারা এই কাজের জন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলিকে দায়ী করেছে ৷ আরএসএস-এর ছাত্র সংগঠনটি টুইট করেছে, "এবিভিপি এই হিংসা এবং হেনস্থাকে ধিক্কার জানাচ্ছে ৷ কমিউনিস্ট গুন্ডারা বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে ভাঙচুর চালাচ্ছে ৷ জেএনইউ-এর স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের 2 নং বিল্ডিংয়ের দেওয়ালে অশ্লীল কথা লিখেছে কমিউনিস্টরা ৷ তারা স্বাধীন চিন্তাভাবনার অধ্যাপকদের চেম্বারগুলিকে বিকৃত করেছে ৷"

আরও পড়ুন: রামনবমীতে মাংস খাওয়া নিয়ে ধুন্ধুমার জেএনইউ, আহত 6

এবিভিপি ছাড়াও বিতর্কিত দেওয়াল লিখনের ঘটনায় বহু পড়ুয়া এবং ছাত্র সংগঠন প্রতিবাদ করেছে ৷ সোশাল মিডিয়াতেও ব্রাহ্মণ-বৈশ্যবাদ বিরোধী স্লোগানের ছবি ছড়িয়ে পড়েছে ৷ এক অধ্যাপকের কেবিনের দরজায় লেখা 'শাখায় ফিরে যাও' (Shakha Laut Jao) ৷ অনুনান, এই স্লোগানগুলি 30 নভেম্বর রাতে লেখা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ তবে এই লেখাগুলি কারা লিখেছে, তার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ ৷

এবিভিপি সভাপতি রোহিত কুমারের (ABVP President Rohit Kumar) কথায়, "এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে আমাদের সংগঠন ৷" তিনি বামপন্থী আদর্শে বিশ্বাসী পড়ুয়াদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ৷ বামপন্থী সংগঠন এআইএসএ (All India Students Association) এই ঘটনায় জড়িত বলে দাবি কুমারের ৷ তবে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই অভিযোগ অস্বীকার করেছে ৷ জেএনইউ-এর ইউনিয়নের সদস্য এবং প্রাক্তন সভাপতি এনসি বালাজি অবশ্য এতে বামপন্থী যোগ খুঁজে পাচ্ছেন না ৷

আরও পড়ুন: কানহাইয়াদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কেজরিওয়াল সরকারের

Last Updated : Dec 2, 2022, 9:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details