পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"কৃষকদের প্রতি সহানুভূতিশীল নয় সরকার", অনশনে বসছেন আন্না - কৃষকদের বিক্ষোভ

কৃষকদের বিক্ষোভের পাশে দাঁড়িয়ে এ বার অনশন শুরু করতে চলেছেন আন্না হাজারে। শনিবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগরে অনশন শুরু করবেন বলে প্রেস বিবৃতিতে জানিয়েছেন তিনি।

Anna Hazare To Begin Protest From Tomorrow In Support Of Farmers
আন্না হাজারে

By

Published : Jan 29, 2021, 5:25 PM IST

দিল্লি, 29 জানুয়ারি : ফের অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করছেন আন্না হাজারে। কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে তিনি শনিবার থেকে অনশন শুরু করবেন বলে জানিয়েছেন।

শনিবার মহারাষ্ট্রে নিজের শহর আহমেদনগর থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করছেন আন্না হাজারে। প্রেস বিবৃতি দিয়ে 84 বছরের এই সমাজকর্মী জানিয়েছেন, ''গত চার বছর ধরে কৃষকদের হয়ে বিক্ষোভ দেখাচ্ছি। কৃষকদের বিষয়ে সঠিক পদক্ষেপ করছে না সরকার। সরকার কৃষকদের প্রতি সহানুভূতিশীল নয়।''

আন্না হাজারে আরও বলেন, ''কেন্দ্রীয় সরকারের সামনে আবার আমরা আমাদের দাবি জানিয়েছি। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে গত 3 মাসে 5 বার চিঠি লিখেছি। সরকারি প্রতিনিধিরা আলোচনা করছেন, তবে এই দাবিদাওয়া নিয়ে তাঁরা স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না।''

লোকপাল বিলের দাবিতে গান্ধিবাদী অনশন আন্দোলনের জন্য পরিচিতি আন্না হাজারে দীর্ঘদিন অনশন করেছিলেন। সেই চাপে পড়েই নতি স্বীকার করেছিল সরকার। সংসদে পাশ হয় লোকপাল বিল। এবার তিনি কৃষকদের দাবির পক্ষে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন।

আরও পড়ুন:আন্দোলনে অনড় কৃষকরা, গাজিপুর সীমান্তে মোতায়েন আরও পুলিশকর্মী

গতকালই গাজিপুর সীমান্ত খালি করার নির্দেশ দিয়েছে যোগী সরকার ৷ তবে তা মানতে নারাজ বিক্ষোভরত কৃষকরা। এলাকা খালি করতে বলা হলে গতকাল রাতে ফের ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে৷ সংযুক্ত কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইত বলেন, "যতক্ষণ না-পর্যন্ত তিন কৃষি আইন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব।"

ইতিমধ্যেই গাজিপুর সীমান্তে বিদ্যুৎ, জল সরবরাহ পরিষেবা বন্ধ করেছে জেলা প্রশাসন৷ গত বছর 26 নভেম্বর থেকে কৃষকদের "দিল্লি চলো" অভিযানের জেরে গাজিপুর সীমান্ত সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে৷ গাজিপুরের পাশাপাশি সিঙ্ঘু ও টিকরি সীমান্তেও মোতায়েন করা হয়েছে পুলিশ৷

ABOUT THE AUTHOR

...view details