পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Margadarsi Chit Fund: মার্গদর্শী চিট গ্রুপগুলি বন্ধ করার বিষয়ে চিট রেজিস্ট্রারের পাবলিক নোটিশে স্থগিতাদেশ আদালতের - মার্গদর্শী চিট ফান্ড

Margadarsi Chit Fund: মার্গদর্শী চিট গ্রুপগুলি বন্ধ করার বিষয়ে চিট রেজিস্ট্রার যে পাবলিক নোটিশ জারি করেছিল, তাতে স্থগিতাদেশ দিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷

Margadarsi Chit Fund
মার্গদর্শী চিট ফান্ড

By

Published : Aug 11, 2023, 6:04 PM IST

হায়দরাবাদ, 11 অগস্ট:চিট রেজিস্ট্রার দ্বারা জারি করা সাম্প্রতিক পাবলিক নোটিশের উপর স্থগিতাদেশ জারি করল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট । নোটিশটির বাস্তবায়ন আপাতত স্থগিত রেখেছে আদালত ৷ এই নোটিশে মার্গাদর্শী চিট গোষ্ঠীগুলি বন্ধ করার বিরুদ্ধে গ্রাহকদের আপত্তি জানানোর জন্য আহ্বান করা হয়েছিল ৷ এই নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের উদ্বেগের মাঝেই এই সিদ্ধান্তের কথা জানাল অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট ।

তাছাড়া শুধু নোটিশটি স্থগিত করারই নির্দেশ হাইকোর্ট দেয়নি । পাবলিক নোটিশের বিষয়বস্তুর উপর ভিত্তি করে শুরু করার জন্য নির্ধারিত কোনও পরবর্তী কার্যকলাপকেও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷ আদালতের এই হস্তক্ষেপে নোটিশ নিয়ে পরবর্তী কোনও পদক্ষেপ করার আগে তা নিয়ে মূল্যায়নের সময় পাওয়া গেল ৷

এই পরিস্থিতিতে হাইকোর্টের প্রিসাইডিং বিচারপতি বিষয়টি ব্যাপকভাবে সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন । বিচারপতি ঘোষণা করেছেন যে, গ্রাহকদের দ্বারা পূর্বে দায়ের করা সমস্ত প্রাসঙ্গিক আবেদনগুলি একত্রিত করা হবে এবং সম্মিলিতভাবে তার শুনানি করা হবে । এই পদ্ধতির লক্ষ্য হল, সমস্ত দৃষ্টিভঙ্গি এবং আইনি যুক্তিগুলির একটি পুঙ্খানুপুঙ্খ এবং ন্যায্য ভাবনাকে সুনিশ্চিত করা ।

আরও পড়ুন:অন্ধ্র হাইকোর্টে মার্গদর্শী চিটফান্ড মামলায় শেষ সওয়াল-জবাব, অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত

গুন্টুর এবং কৃষ্ণা জেলার চিট গোষ্ঠীগুলির জন্য জারি করা পাবলিক নোটিশকে চ্যালেঞ্জ করে দুটি মামলা করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ৷ সেগুলির সাপলেমেন্টরি পিটিশনে সওয়াল-জবাব শেষ হয় বৃহস্পতিবার । এছাড়া প্রকাশম জেলার চিট গোষ্ঠীগুলির ক্ষেত্রে দায়ের করা আরেকটি মামলার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হয় । বিচারপতি এন জয়সুরিয়ার বেঞ্চ জানায় যে, আপাতত অন্তর্বর্তী নির্দেশের বিষয়ে রায় পিছিয়ে দেওয়া হচ্ছে । বুধবার শুনানিতে সরকারের পক্ষে সওয়াল-জবাব করেন অ্যাডভোকেট জেনারেল শ্রীরাম ।

ABOUT THE AUTHOR

...view details