শ্রীনগর, 8 ফেব্রুয়ারি : ভূমিকম্পে কেঁপে উঠল ভূস্বর্গ । আজ ভোর 4 টে 56 নাগাদ জম্মু-কাশ্মীরে ভূমিকম্প অনুভূত হয় । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.5 । এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনওরকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
গত মাসেই ভূমিকম্প অনুভূত হয়েছিল জম্মু-কাশ্মীরে । সেবার বিস্তীর্ণ এলাকাজুড়ে অনূভূত হয় ভূকম্পন । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.1 । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কাটরা এলাকার উত্তর-পূর্ব দিকে । তীব্রতা কম হওয়ার জেরে বড় কোনও ক্ষতি হয়নি সেবারও ।