পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ছত্তিশগড় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখা করবেন আহত জওয়ানদের সঙ্গে - অমিত শাহ দেখা করবেন আহত জওয়ানদের সঙ্গে

দুর্ঘটনার খবর পাওয়ার পর অসমে নির্বাচনী প্রচার কাটছাঁট করে তড়িঘড়ি গতকাল দিল্লি ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আজ যাচ্ছেন ছত্তিশগড় ৷

amit shah
amit shah

By

Published : Apr 5, 2021, 10:12 AM IST

Updated : Apr 5, 2021, 10:21 AM IST

বিজাপুর, 5 এপ্রিল : গতকাল ছত্তিশগড়ে বিজাপুর জেলায় মাওবাদী হামলায় শহিদ হয়েছেন 22 জন জওয়ান ৷ এরপর আজ সুকমা-বিজাপুর সীমানায় মাওবাদী হামলার ঘটনাস্থান খতিয়ে দেখতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ ঘটনাস্থান খতিয়ে দেখার পর তিনি আহত জওয়ানদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন ৷ শহিদদের শ্রদ্ধা জানাবেন ৷

শনিবার মাও অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল প্রায় 2000 নিরাপত্তারক্ষী ৷ আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শনিবারই প্রাণ হারান পাঁচ জওয়ান ৷ এরপর গতকাল মৃত জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়ায় 22 ৷ আরও 23 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

দুর্ঘটনার খবর পাওয়ার পর অসমে নির্বাচনী প্রচার কাটছাঁট করে তড়িঘড়ি গতকাল দিল্লি ফেরেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কথা বলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে ৷ কেন্দ্র ও রাজ্যকে একত্রে মাওবাদীদের সঙ্গে কথা বলার ডাক দেন তিনি ৷ এরপর আজ ছত্তিশগড় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পডু়ন : মাও হামলায় ছত্তিশগড়ে শহিদ 22 জওয়ান, নিখোঁজ 21

গতকাল ঘটনা নিয়ে টুইটারে শোক প্রকাশ করেন শাহ ৷ লেখেন, "মাওবাদীদের গুলিতে যে সাহসী জওয়ানরা শহিদ হয়েছেন তাঁদের প্রতি সম্মান জানাই ৷ গোটা দেশ তাঁদের কোনওদিন ভুলবে না ৷ তাঁদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রয়েছে ৷ "

Last Updated : Apr 5, 2021, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details