দিল্লি, 9 ফেব্রুয়ারি: হিমবাহ ভেঙে ভয়াবহ বিপর্যয়ের পর কীভাবে উদ্ধারকাজ চলছে উত্তরাখণ্ডে, তার আজ রাজ্যসভাকে জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের উচ্চকক্ষে জিরো আওয়ারে বক্তব্য রাখবেন তিনি।
আধিকারিকরা জানিয়েছেন, আজ বেলা 11.30টা নাগাদ চামোলির বিপর্যয় পরবর্তী পরিস্থিতি ও উদ্ধারকাজ নিয়ে রাজ্যসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, তিনিই উত্তরাখণ্ডের পরিস্থিতি জানতে চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।
শুরু থেকেই গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন অমিত শাহ। রাজ্যের প্রশাসনকেও যাবতীয় কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছিলেন তিনি। রবিবার তিনি ফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে। চামোলির বন্যা পরিস্থিতির খবর নেন তিনি। তখনই কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দেন অমিত শাহ।