সালাংপুর (গুজরাত), 6 এপ্রিল: প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী মোদি দ্বিধাহীন ভাবে যেকোনও কড়া সিদ্ধান্ত নিতে পারেন ৷ দেশে শান্তির পরিবেশ বজায় রেখেই সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করেন ৷ বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কার-সহ মোদি সরকারের নেওয়া একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক সিদ্ধান্ত নিয়ে এই কথা বলেন অমিত শাহ ৷
আজ, বৃহস্পতিবার ছিল হনুমান জয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে গুজরাতের বোতাড় জেলার সালাংপুর গ্রামে বিখ্যাত হনুমান মন্দির শ্রী কাস্থভঞ্জবন দেব মন্দিরে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে এদিন নতুন করে তৈরি করা রন্ধনশালার উদ্বোধন করেন তিনি ৷ তার পর জনতার উদ্দেশ্য়ে ভাষণ দিতে গিয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ হন অমিত শাহ ৷
তাঁর মুখে রামজন্মভূমি ও সংবিধানের 370 ধারা অবলুপ্তি করার কথা শোনা যায় ৷ রাম জন্মভূমি ইস্যু কংগ্রেস টেনে নিয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি ৷ পাশাপাশি আদালতের নির্দেশে যে রামমন্দির তৈরি হচ্ছে, সেটাও তিনি উল্লেখ করেন ৷ একই সঙ্গে জানান, রাম জন্মভূমি ইস্যু ও ধারা 370 এর অবলুপ্তি ঘটালে হিংসা ছড়াতে পারে বলে বারবার অভিযোগ করা হত ৷ কিন্তু এই সমস্যাগুলির সমাধানের পর কোনও হিংসা ছড়ায়নি ৷