নয়াদিল্লি, 17 জানুয়ারি: বিজেপির জাতীয় সভাপতি পদে মেয়াদ বৃদ্ধি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda to be BJP president till June 2024) ৷ তাঁকে 2024 সালের জুন মাস পর্যন্ত ওই পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মঙ্গলবার জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এই কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ (Amit Shah) ৷
তিনি জানিয়েছেন, এদিন কর্মসমিতির বৈঠকে (BJPs National Executive Meeting) প্রতিরক্ষামন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি রাজনাথ সিং (Rajnath Singh) জেপি নাড্ডার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করেন ৷ কর্মসমিতি সেই প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করে ৷ ফলে আগামী 2024 সালের লোকসভা নির্বাচন জেপি নাড্ডার নেতৃত্বেই হতে চলেছে ৷ আর সেই ভোটে বিজেপি 2019 সালের চেয়েও ভালো ফল করবে বলে আশা করছেন অমিত শাহ ৷
2020 সালের 20 জানুয়ারি জেপি নাড্ডাকে বিজেপির জাতীয় সভাপতির পদে বসেন ৷ এই বছর জানুয়ারিতেই তাঁর প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ তার আগেই তাঁকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া হল ৷ অনেকটা অমিত শাহের মতোই৷ 2014 সালের যে লোকসভা নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi), সেই ভোটে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন অমিত শাহ ৷ ভোটে জেতার পরই শাহকে জাতীয় সভাপতি করে বিজেপি ৷