পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah on LS Polls: চব্বিশে মোদির নেতৃত্বে তিনশোর বেশি আসনে জিতবে বিজেপি, দাবি অমিত শাহের

আগামী বছর লোকসভা নির্বাচন ৷ ওই ভোটে বিজেপি 300-র বেশি আসনে জিতবে বলে মঙ্গলবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন তিনি অসমে ছিলেন ৷ সেখানেই তিনি এই দাবি করেন ৷

Amit Shah on LS Polls
Amit Shah on LS Polls

By

Published : Apr 11, 2023, 7:56 PM IST

ডিব্রুগড় (অসম), 11 এপ্রিল: তিনশোরও বেশি আসনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামী বছর তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়বে বিজেপি ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ এদিন তিনি অসমের ডিব্রুগড়ে এক জনসভায় অংশ নেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ এদিন আপার অসমের বিজেপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন ৷ একই সঙ্গে তিনি জানান, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের 14টি লোকসভা আসনের মধ্যে বিজেপি 12টিতে জিতবে ৷

অন্যদিকে তিনি আক্রমণ শানান কংগ্রেসের বিরুদ্ধেও ৷ তাঁর কথায়, উত্তর পূর্ব ভারতকে এক সময় কংগ্রেসের দুর্গ বলা হত ৷ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা সত্ত্বেও এই অঞ্চলের তিনটি রাজ্যের ভোটে কংগ্রেস ভালো ফল করতেই পারল না ৷ একই সঙ্গে লন্ডনে গিয়ে ভারত নিয়ে রাহুল গান্ধির মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি ৷

অমিত শাহ বলেন, ‘‘তিনি (রাহুল) বিদেশের মাটি থেকে ভারতকে অপমান করেছেন । তিনি যদি মিথ্যাচার করে দেশ ও সরকারের মানহানি করতে থাকেন, তাহলে উত্তর পূর্ব থেকে কংগ্রেস যেভাবে মুছে গিয়েছে, সারা দেশ থেকে একই ভাবে মুছে যাবে ৷’’ তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস যত কুরুচিকর আক্রমণ করবে, ততই বিজেপির পদ্ম বেশি করে ফুটবে ৷

আগামী 14 এপ্রিল অসমের গুয়াহাটিতে আসবেন প্রধানমন্ত্রী ৷ সেদিন এক অনুষ্ঠানে 11 হাজার শিল্পী প্রধানমন্ত্রীর সামনে বিহু নৃত্য পরিবেশন করবেন ৷ সেই প্রসঙ্গ টেনে অসম-সহ উত্তর পূর্ব ভারতের পরিবেশ বদলে যাওয়ার খতিয়ান তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর দাবি, উত্তর পূর্ব ভারতের 70 শতাংশ এলাকা থেকে আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট, 1958 তুলে দেওয়া হয়েছে ৷ বোড়োল্যান্ড ও কার্বি আলংয়ের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে ৷ আগে অসম মানেই প্রতিবাদ-আন্দোলন ও সন্ত্রাসবাদকে মনে করাত ৷ কিন্তু সেখানে শান্তির পরিবেশে বিহু নৃত্য পরিবেশিত হয় ৷

এছাড়া অসমে বিজেপির সরকারের উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরেন ৷ সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল ও বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ ৷

আরও পড়ুন:ভারতের এক ইঞ্চি জমি দখলের সাহস কারও নেই, চিনকে হুঁশিয়ারি অমিত শাহের

ABOUT THE AUTHOR

...view details