ডিব্রুগড় (অসম), 11 এপ্রিল: তিনশোরও বেশি আসনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আগামী বছর তৃতীয়বারের জন্য কেন্দ্রে সরকার গড়বে বিজেপি ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ এদিন তিনি অসমের ডিব্রুগড়ে এক জনসভায় অংশ নেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ এদিন আপার অসমের বিজেপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করেন ৷ একই সঙ্গে তিনি জানান, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের 14টি লোকসভা আসনের মধ্যে বিজেপি 12টিতে জিতবে ৷
অন্যদিকে তিনি আক্রমণ শানান কংগ্রেসের বিরুদ্ধেও ৷ তাঁর কথায়, উত্তর পূর্ব ভারতকে এক সময় কংগ্রেসের দুর্গ বলা হত ৷ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা সত্ত্বেও এই অঞ্চলের তিনটি রাজ্যের ভোটে কংগ্রেস ভালো ফল করতেই পারল না ৷ একই সঙ্গে লন্ডনে গিয়ে ভারত নিয়ে রাহুল গান্ধির মন্তব্যেরও সমালোচনা করেছেন তিনি ৷
অমিত শাহ বলেন, ‘‘তিনি (রাহুল) বিদেশের মাটি থেকে ভারতকে অপমান করেছেন । তিনি যদি মিথ্যাচার করে দেশ ও সরকারের মানহানি করতে থাকেন, তাহলে উত্তর পূর্ব থেকে কংগ্রেস যেভাবে মুছে গিয়েছে, সারা দেশ থেকে একই ভাবে মুছে যাবে ৷’’ তাঁর আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কংগ্রেস যত কুরুচিকর আক্রমণ করবে, ততই বিজেপির পদ্ম বেশি করে ফুটবে ৷