পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Amit Shah: কংগ্রেস ও বামপন্থীরা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ত্রিপুরায় দাবি অমিত শাহের - Narendra Modi

বৃহস্পতিবার ত্রিপুরায় শুরু হল রথযাত্রা ও জন বিশ্বাস যাত্রা ৷ এদিন আগরতলায় সেই কর্মসূচির সূচনা করেন অমিত শাহ (Amit Shah) ৷ তার পর তোপ দাগেন বামপন্থী (Communists) ও কংগ্রেসীদের (Congress) বিরুদ্ধে ৷

Amit Shah
অমিত শাহ

By

Published : Jan 5, 2023, 5:54 PM IST

Updated : Jan 5, 2023, 6:26 PM IST

আগরতলা (ত্রিপুরা), 5 জানুয়ারি: মাসখানেকের মধ্যে ত্রিপুরায় শুরু হয়ে যাবে নির্বাচনী দ্বৈরথ (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে কার্যত নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন বিজেপির (BJP) অন্যতম হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বৃহস্পতিবার ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে তিনি জানালেন যে 2023-এর বিধানসভা নির্বাচনে ত্রিপরায় সংখ্যাগরিষ্ঠ দল হয়ে আবারও সরকার গড়বে বিজেপি ৷

এদিন ত্রিপুরায় শুরু হল বিজেপির রথযাত্রা ও জন বিশ্বাস যাত্রা ৷ সেই কর্মসূচির উদ্বোধন করতেই এখানে হাজির হয়েছিলেন তিনি ৷ যদিও তাঁর আসার কথা ছিল গতকাল, বুধবার রাতে ৷ তবে তিনি এসেছেন আজ সকালে ৷ তার পর এই কর্মসূচিতে যোগ দিয়ে তোপ দেগেছেন বামপন্থী (Communists) ও কংগ্রেসীদের (Congress) বিরুদ্ধে ৷ তাঁর দাবি, দেশ থেকে কংগ্রেস ও বামপন্থা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷

ত্রিপুরায় বিজেপির রথযাত্রা

এদিন ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থেকে বিজেপির রথযাত্রা শুরু হয় ৷ সেখানেই এক সভার আয়োজন করা হয়েছিল ৷ ওই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আমার দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি ৷ কারণ, খারাপ আবহাওয়ার কারণে এক ঘণ্টা দেরি হয়েছে ৷ আমি যখন হেলিপ্যাড থেকে অনুষ্ঠান স্থলে আসছিলাম, তখন প্রচুর ভিড় দেখেছি ৷ যা ইঙ্গিত দেয় যে আসন্ন নির্বাচনে বিজেপি ত্রিপুরায় আবার সরকার গঠন করবে ৷”

তিনি বলেন, “আমি ত্রিপুরা বিজেপিকে অভিনন্দন জানাই যে এখানে একটি উল্লেখযোগ্য যাত্রা আয়োজন করেছে ৷ যার নাম 'বিজয় যাত্রা' বা 'সংকল্প যাত্রা' নয়, বরং 'জন বিশ্বাস যাত্রা' ! আমাদের সংকল্প অনুযায়ী, আমরা অবশেষে ত্রিপুরাকে কমিউনিস্টদের দুঃশাসন থেকে মুক্তি দিয়েছি ৷”

তিনি জানান যে 2018 সালে যখন তিনি প্রথমবার ত্রিপুরায় এসেছিলেন, একটি সমাবেশে ভাষণ দিতে যেখানে 11 জন লোক উপস্থিত ছিলেন, সিপিএমের (CPIM) দুঃশাসন থেকে মানুষকে মুক্তি দেওয়ার এবং কমিউনিস্ট শাসনকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নেন । অবশেষে ত্রিপুরার মানুষ বিজেপি সরকার গঠন করে ।

তিনি আরও বলেন, “আমি কোথাও দেখিনি যে কোনও বিধায়ক নেই এমন একটি দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে । এই র‌্যালিটি 8 দিন চলবে, এক হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দেবে এবং 200 জনসভা, 50টিরও বেশি রোড শো হবে ৷’’

ত্রিপুরায় তিনদশকের বেশি সময় সিপিএমের সরকার ছিল ৷ সেই সময় ত্রিপুরায় সুশাসন ছিল না বলে দাবি করেন শাহ ৷ তাঁর বক্তব্যের স্বপক্ষে একাধিক যুক্তিও সাজান ৷ কিন্তু প্রথমে বিপ্লব দেব (প্রাক্তন মুখ্যমন্ত্রী) ও পরে মানিক সাহার (বর্তমান মুখ্যমন্ত্রী) আমলে ত্রিপুরার প্রকৃত উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন ৷

এর পর তিনি বলেন, “কংগ্রেস এবং কমিউনিস্টরা কখনোই রাজ্যের জন্য ভালো করতে পারে না । কংগ্রেস দেশ শেষ করেছে আর কমিউনিস্টরা এই পৃথিবী শেষ করেছে । ত্রিপুরার উন্নতির জন্য নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে আবার বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে ।’’

আরও পড়ুন:আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠছে ত্রিপুরা, দাবি মোদির

Last Updated : Jan 5, 2023, 6:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details