আগরতলা (ত্রিপুরা), 5 জানুয়ারি: মাসখানেকের মধ্যে ত্রিপুরায় শুরু হয়ে যাবে নির্বাচনী দ্বৈরথ (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে কার্যত নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন বিজেপির (BJP) অন্যতম হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷ বৃহস্পতিবার ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে তিনি জানালেন যে 2023-এর বিধানসভা নির্বাচনে ত্রিপরায় সংখ্যাগরিষ্ঠ দল হয়ে আবারও সরকার গড়বে বিজেপি ৷
এদিন ত্রিপুরায় শুরু হল বিজেপির রথযাত্রা ও জন বিশ্বাস যাত্রা ৷ সেই কর্মসূচির উদ্বোধন করতেই এখানে হাজির হয়েছিলেন তিনি ৷ যদিও তাঁর আসার কথা ছিল গতকাল, বুধবার রাতে ৷ তবে তিনি এসেছেন আজ সকালে ৷ তার পর এই কর্মসূচিতে যোগ দিয়ে তোপ দেগেছেন বামপন্থী (Communists) ও কংগ্রেসীদের (Congress) বিরুদ্ধে ৷ তাঁর দাবি, দেশ থেকে কংগ্রেস ও বামপন্থা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷
এদিন ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থেকে বিজেপির রথযাত্রা শুরু হয় ৷ সেখানেই এক সভার আয়োজন করা হয়েছিল ৷ ওই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আমার দেরিতে আসার জন্য ক্ষমা চাইছি ৷ কারণ, খারাপ আবহাওয়ার কারণে এক ঘণ্টা দেরি হয়েছে ৷ আমি যখন হেলিপ্যাড থেকে অনুষ্ঠান স্থলে আসছিলাম, তখন প্রচুর ভিড় দেখেছি ৷ যা ইঙ্গিত দেয় যে আসন্ন নির্বাচনে বিজেপি ত্রিপুরায় আবার সরকার গঠন করবে ৷”
তিনি বলেন, “আমি ত্রিপুরা বিজেপিকে অভিনন্দন জানাই যে এখানে একটি উল্লেখযোগ্য যাত্রা আয়োজন করেছে ৷ যার নাম 'বিজয় যাত্রা' বা 'সংকল্প যাত্রা' নয়, বরং 'জন বিশ্বাস যাত্রা' ! আমাদের সংকল্প অনুযায়ী, আমরা অবশেষে ত্রিপুরাকে কমিউনিস্টদের দুঃশাসন থেকে মুক্তি দিয়েছি ৷”