মুম্বই, 6 এপ্রিল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি এল সিআরপিএফ-এর দফতরে ৷ ওই মেইলে লেখা হয়েছে, শাহ ও যোগীর জীবন বিপন্ন ৷ দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয়েছে ওই মেইলে ৷ এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী ৷
মেইলে ধর্মস্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ মেইলে লেখা আছে যে, প্রেরকের দলে রয়েছে 11 জন আত্মঘাতী বিস্ফোরক ৷ তারা যোগী আদিত্যনাথ ও অমিত শাহকে শেষ করে দেবে বলে হুমকি দিয়েছে ৷