পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধানকে গ্রেফতারে ‘না’ সুপ্রিম কোর্টের - অন্তর্বর্তী জামিন

সুপ্রিম কোর্টে স্বস্তি অ্য়ামাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিতের ৷ ‘তাণ্ডব’ কাণ্ডে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অপর্ণা ৷ শুক্রবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত ৷

Amazon Prime India Head Shouldn't be Arrested: Supreme Court In 'Tandav' Case
আমাজন প্রাইম ইন্ডিয়ার প্রধানকে গ্রেফতারে ‘না’ সুপ্রিম কোর্টের

By

Published : Mar 5, 2021, 3:13 PM IST

নয়াদিল্লি, 5 মার্চ : ‘তাণ্ডব’ কাণ্ডে স্বস্তি অ্য়ামাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিতের ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা যাবে না ৷

অ্য়ামাজন প্রাইম ইন্ডিয়ার সিরিজ ‘তাণ্ডব’-এ হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তারই ভিত্তিতে অপর্ণাকে গ্রেফতারের পরিস্থিতি তৈরি হয় ৷ কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, ওটিটি প্ল্য়াটফর্ম-সহ সোশাল মিডিয়া এবং ডিজিটাল কনটেন্টের উপর নিয়ন্ত্রণ আনার যে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তার কোনও ভিত্তি নেই ৷ আর তাই এই বিষয়ে মামলা করার কোনও ক্ষমতা থাকছে না ৷ এরপরই অপর্ণার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷

আরও পড়ুন:'তাণ্ডব' মামলায় নতুন মোড়

এর আগে গত 25 ফেব্রুয়ারি অপর্ণার অন্তর্বর্তী জামিনের আরজি খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট ৷ তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অপর্ণা ৷ শুক্রবার সেই আবেদনের রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, ‘‘সোশাল মিডিয়ার প্ল্য়াটফর্মকে নিয়ন্ত্রণ করার মতো কোনও পরিকাঠামো নেই ৷ আইন ছাড়া আপনারা (সরকার) একে নিয়ন্ত্রণ করতে পারবেন না ৷’’

ABOUT THE AUTHOR

...view details