নয়াদিল্লি, 5 মার্চ : ‘তাণ্ডব’ কাণ্ডে স্বস্তি অ্য়ামাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিতের ৷ শীর্ষ আদালতের নির্দেশ, এই ঘটনায় তাঁকে গ্রেফতার করা যাবে না ৷
অ্য়ামাজন প্রাইম ইন্ডিয়ার সিরিজ ‘তাণ্ডব’-এ হিন্দু ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তারই ভিত্তিতে অপর্ণাকে গ্রেফতারের পরিস্থিতি তৈরি হয় ৷ কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, ওটিটি প্ল্য়াটফর্ম-সহ সোশাল মিডিয়া এবং ডিজিটাল কনটেন্টের উপর নিয়ন্ত্রণ আনার যে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তার কোনও ভিত্তি নেই ৷ আর তাই এই বিষয়ে মামলা করার কোনও ক্ষমতা থাকছে না ৷ এরপরই অপর্ণার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷