আলমোড়া, 5 ডিসেম্বর: ইন্টারনেটের যথাযথ গতি এবং পরিষেবা সরবরাহ না করায় বিএসএনএল-কে জরিমানা (BSNL Fined) করল আলমোড়ার উপভোক্তা সমস্যার নিষ্পত্তি কমিশন ৷ গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বিএসএনএল-কে ক্ষতিপূরণ হিসেবে 12,925 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Consumer Disputes Redressal Commission)। অভিযোগকারী বাড়িতে থেকে কাজ করার জন্য বিএসএনএল-এর সংযোগ নিয়েছিলেন ।
অভিযোগকারীর নাম রোহিত যোশী ৷ বাড়ি আলমোড়ার বকশিখোলায় ৷ চলতি বছরের 24 ফেব্রুয়ারি বিএসএনএল-এর এয়ার ব্যান্ড নেটওয়ার্ক থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছিলেন রোহিত (BSNL fined for providing low internet speed)। তবে কোম্পানির নির্দেশিত ইন্টারনেটের গতি পাননি তিনি । এই কারণে ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে তাঁকে সমস্যার মুখে পড়তে হয় ৷ ভোক্তা কমিশনে অভিযোগকারী জানিয়েছেন, যখন তিনি বিএসএনএল-এর ব্রডব্যান্ড ইনস্টল করেছিলেন, তখন তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তিনি 70 এমবিপিএস গতির ইন্টারনেট পাবেন ৷