লখনউ, 20 এপ্রিল: কোভিড সাংঘাতিক বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশের পাঁচ শহরে লকডাউন ঘোষণা করার নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ তবে সেই নির্দেশ মানতে রাজি নয় যোগী আদিত্যনাথের সরকার ৷ তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা রাজ্যে লকডাউন জারি করবে না ৷
দ্রুত হারে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচ শহর - লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে লকডাউন জারি করার নির্দেশ দিয়েছিল ৷ মঙ্গলবার থেকে 26 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করতে বলা হয়েছিল ৷ তবে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, তারা লকডাউন ঘোষণা করবে না ৷ তাদের বক্তব্য, "আমাদের রাজ্যে বিশেষত লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো অতিমারি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ৷"