জম্মু, 20 মার্চ :কাশ্মীরে অস্থিরতা ও হিন্দু পণ্ডিতদের পলায়ন প্রসঙ্গে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Congress Leader Ghulam Nabi Azad) ৷ বিভাজনের রাজনীতির জন্য নিজের দল কংগ্রেসকেও কাঠগড়ায় তুলেছেন তিনি ৷ রবিবার জম্মুতে এক অনুষ্ঠালে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলির কাজই হল মানুষে মানুষে বিভাজন তৈরি করা ৷ চব্বিশ ঘণ্টা, সাতদিনই রাজনৈতিক দলগুলি চেষ্টা করে ধর্ম, জাতির নামে ভেদেভেদ তৈরি করতে ৷ জাতীয় দল হোক বা আঞ্চলিক দল, যেকোনও দল এমনকি আমার দলও এই কাজ করে ৷ আমি কাউকে ক্ষমা করতে পারব না ৷ নাগরিকরা কাকে ভোট দেবেন সেটা শান্তিপূর্ণ ভাবে, সম্প্রীতির মাধ্যমেও প্রচার করা যায় ৷ "
গুলাম নবি আজাদ কংগ্রেসের 'বিক্ষুব্ধ জি-23 গোষ্ঠী'র অন্যতম মুখ বলে পরিচিত ৷ একদিন আগেই তিনি সোনিয়া গান্ধির সঙ্গে দলের হাল ফেরাতে বৈঠক করেন ৷ তারপরই এদিন তাঁর এই মন্তব্য ও বিভাজনের রাজনীতি নিয়ে কংগ্রেসের সমালোচনা করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷