নয়াদিল্লি, 26 জুলাই:মণিপুর ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের নয়া অস্ত্র 'কালো পোশাক' ৷ আগামিকাল বৃহস্পতিবার সংসদে 'কালো' রঙের পোশাক পরবেন 'ইন্ডিয়া' জোটের সব সাংসদরা। আর তা দিয়েই মণিপুর ইস্যুতে প্রতিবাদ দেখাবেন বিরোধী সাংসদরা ৷
মণিপুর নিয়ে বারবার উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন ৷ 20 জুলাই থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন ৷ আর সেই দিন থেকেই বিরোধীদের হট্টোগোলের জেরে প্রায় রোজই বারবার মুলতুবি হয়ে গিয়েছে সংসদ ৷ কংগ্রেস তার রাজ্যসভার সাংসদের জন্য 27 জুলাই বৃহস্পতিবার সংসদে উপস্থিত থাকার জন্য তিন লাইনের হুইপ জারি করেছে। পাশাপাশি আপও তাদের সাংসদদের আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার সংসদের উভয় কক্ষে হাজির থাকার জন্য হুইপ জারি করেছে । কিন্তু কেন আচমকা এমন হুইপ জারি করল কংগ্রেস এবং আপ ?
সংসদে আলোচনার জন্য জরুরি বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য 27 জুলাই 'ইন্ডিয়া'র জোট দলগুলি পার্লামেন্ট ফ্লোর নেতারা এবং বিরোধী দলের নেতারা রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়গের ঘরে মিলিত হবে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, সেখানে আগামী কয়েকদিন সংসদে হাজির থাকার জন্য বিরোধী দলের নেতাদের তাঁদের দলের সাংসদদের হাজির থাকার জন্য বলা হতে পারে । মনে করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই সংসদে দিল্লি নিয়ে অর্ডিন্যান্স আনতে চলেছে কেন্দ্র । যা নিয়ে এদিন আভাসও দিয়েছে বিজেপি । তবে কবে দিল্লি সংক্রান্ত অধ্য়াদেশ আনা হবে তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি দলের কোনও নেতা বা সাংসদরা ।
আরও পড়ুন: তৃতীয়বার আমাদেরই সরকার, সদর্পে ঘোষণা মোদির
অন্যদিকে, ইতিমধ্যেই লোকসভার অধ্যক্ষ বিরোধীদের অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছেন । নিয়ম অনুযায়ী আগামী 10 দিনের মধ্যে সংসদে তা আলোচনার জন্য আনতে হবে । তবে এখনও অধ্যক্ষের তরফে কবে অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা হবে তা নিয়ে কোনও দিনক্ষণ জানানো হয়নি । আর তা নিয়েই আগেভাগে প্রস্তুতি নিতে শুরু করছে বিরোধীরা । জোটের তরফে বৃহস্পতিবার সে বিষয়েও আলোচনা হতে পারে বলে খবর ।