হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি : চলতি বছরের প্রথম বাজেট পেশ হবে আজ ৷ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তবে এই বছরের বাজেট অন্য বছরের তুলনায় কিছুটা আলদা ৷ করোনার জেরে ভেঙে পড়া দেশের অর্থনীতিতে নতুন কী কী পরিবর্তন এবারের বাজেটে রয়েছে সেদিকেই তাকিয়ে গোটা দেশ ৷ যার দায়িত্ব নির্মলা সীতারমনের উপর ৷ যিনি ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ তিন বছরে এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি বার্ষিক বাজেট পেশ করতে চলেছেন ৷ কেমন ছিল নির্মলা সিতারমনের যাত্রা ?
আরও পড়ুন :মন্দা কাটিয়ে সংস্কারে চোখ নির্মলার, আজ কেন্দ্রীয় বাজেট
2019 সালে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসে মোদি সরকার ৷ নতুনভাবে মন্ত্রীসভা তৈরি হয় ৷ এর আগে অর্থাৎ 2014 সালে মোদি সরকারের আর্থ বিভাগ সামালানোর দায়িত্বে ছিলেন অরুণ জেটলি ৷ যিনি শারীরিক অসুস্থতার কারণে ওই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ৷ এরপরই অর্থ বিভাগের দায়িত্ব এসে পড়ে নির্মলা সীতারামনের কাঁধে ৷ এর আগে তিনি প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছেন ৷ 1970 থেকে 1971 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন কিছুদিনের জন্য অর্থমন্ত্রক সামলেছিলেন ৷ তবে পূর্ণ সময়ের জন্য প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনই ৷
আরও পড়ুন :বাজেটের আগে জানুয়ারিতে আদায় রেকর্ড জিএসটি
ষাট বছর বয়সি নির্মলা এমন এক সময়ে দেশের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়ভার গ্রহণ করেন, যখন দেশ অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছিল ৷
বাজের পেশের আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে নির্মলা সিতারমন ৷ একটু জেনে নেওয়া যাক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে:
- 1959 সালের 18 অগাস্ট মাদুরাইতে জন্ম ৷
- জহওরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন ৷
- লন্ডনের কৃষি প্রকৌশলী সমিতিতে অর্থনীতিবিদের সহকারী হিসাবে কাজ করেছেন ৷
- লন্ডনের প্রাইস ওয়াটার হাউজ় কুপার্সের সঙ্গেও যুক্ত ছিলেন ।
- কাজ করেছেন বিবিসি-র সঙ্গেও ৷
- ভারতে ফিরে এসে হায়দরাবাদে সেন্টার ফর পাবলিক পলিসিতে ডেপুটি ডিরেক্টরের পদ সামলান ৷
- 2003 সালে সিতারমন জাতীয় মহিলা কমিশনের সদস্য হন ৷
- 2006 সালে বিজেপি-তে যোগদান করেন এবং দলের জাতীয় মুখপাত্র হন ৷
- তিনি প্রথম বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী (স্বতন্ত্র ) হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদান করেছিলেন ।
- প্রতিরক্ষামন্ত্রী থাকার সময় তিনি কয়েকটি নীতিগত পরিবর্তন আনেন ৷ তার মধ্যে উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে নতুন প্রতিরক্ষা উৎপাদন নীতি এবং প্রতিরক্ষা শিল্প করিডর উল্লেখযোগ্য ৷