পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Al Qaeda Threat: আতিক-আশরাফকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি আল কায়েদার ! - Al Qaeda

সন্ত্রাসী সংগঠন আল কায়েদার নামে আতিক ও আশরাফ হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে । গত সপ্তাহে আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে গুলি করে হত্যা করা হয় ।

Al Qaeda threat
আল কায়েদা

By

Published : Apr 22, 2023, 3:22 PM IST

জয়পুর, 22 এপ্রিল: উত্তরপ্রদেশে আতিক আহমেদ ও তার ভাই আশরাফকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা। এই সন্ত্রাসবাদী সংগঠনের তরফে 500 পৃষ্ঠার একটি ম্যাগাজিন প্রকাশ করে তাদের গণহত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে । এই ঘটনার পর রাজস্থান পুলিশ এবং সমস্ত নিরাপত্তা সংস্থাকে সতর্ক করা হয়েছে । পুরো বিষয়টি রাজস্থান পুলিশ সদর দফতর পর্যবেক্ষণ করছে । আইবি, এটিএস এবং এসওজিকে সতর্ক করা হয়েছে ।

ডিজিপি উমেশ মিশ্র জানান, রাজস্থানের সমস্ত নিরাপত্তা সংস্থা সতর্ক রয়েছে । রাজ্যের স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে । এই হুমকি সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদা দিয়েছে নাকি অন্য কোনও সংগঠন, তাও খতিয়ে দেখা হচ্ছে । ডিজিপি উমেশ মিশ্র পুরো বিষয়টির দায়িত্ব এটিএস-এসওজি এডিজি অশোক রাঠোরকে দিয়েছেন । অশোক রাঠোর বলেছেন, "বিষয়টির তদন্ত করা হচ্ছে ৷ যা কিছু তথ্য সামনে আসবে শেয়ার করা হবে।" আল কায়েদা ভারত ছাড়াও অন্যান্য দেশকে হুমকি দিয়েছে । চিন, বাংলাদেশ, সৌদি, আমেরিকা-সহ অন্যান্য দেশকেও হুমকি দিয়ে রেখেছে তারা । বিহার ও কাশ্মীরে মুসলমান সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলেও জানিয়ে তারা । বিহারের সহিংসতার কথাও উল্লেখ করেছে সন্ত্রাসবাদী সংগঠন ।

আরও পড়ুন:আতিক খুনের ঘটনায় সাসপেন্ড এক আধিকারিক-সহ পাঁচ পুলিশকর্মী

প্রসঙ্গত, গত 15 এপ্রিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে খুন হন মাফিয়া আতিক আহমেদ ও তার ভাই আশরাফ । পুলিশি নিরাপত্তার মধ্যে দু'জনকেই গুলি করে হত্যা করা হয় এবং হত্যার লাইভ ভিডিয়োটিও সামনে আসে । অরুণ মৌর্য, সানি এবং লাভকেশ তিওয়ারি নামে এই খুনের ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে । আতিক ও আশরাফ মিডিয়ার সঙ্গে কথা বলতে থাকেন । এরই মধ্যে এই তিনজন গুলি করে হত্যা করা হয় । উত্তরপ্রদেশ পুলিশ খুনের মামলার তদন্ত করছে । এর আগে আতিক আহমেদের ছেলেকেও এনকাউন্টার করা হয়েছিল ।

আরও পড়ুন:আতিক খুনের ঘটনায় সাসপেন্ড এক আধিকারিক-সহ পাঁচ পুলিশকর্মী

ABOUT THE AUTHOR

...view details