মুম্বই, 5 জুলাই: গত রবিবার মহারাষ্ট্রের রাজভবনে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অজিত পাওয়ার জানিয়েছিলেন যে তাঁরাই আসল এনসিপি ৷ তাঁর সেই দাবি নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন শরদ পাওয়ারের ভাইপো ৷ বুধবার নির্বাচন কমিশনের তাঁর পক্ষ থেকে এনসিপি-র নাম ও প্রতীক দাবি করে আবেদন জমা পড়েছে ৷
1999 সালে পিএ সাংমা ও তারিক আনোয়ারকে নিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার ৷ তার পর থেকে তিনিই এনসিপির সভাপতি ৷ মাস দুয়েক আগে রাজনীতি থেকে অবসর নিতে চাইলেও অনুগামীদের অনুরোধে এখনও তিনি সক্রিয় রাজনীতিক ৷ তবে দল চালানোর জন্য মেয়ে সুপ্রিয়া সুলে ও দীর্ঘদিনের আস্থাভাজন প্রফুল প্যাটেলকে জাতীয় কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়েছিলেন ৷
কিন্তু সেই প্রফুলকে সঙ্গে নিয়েই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার ৷ বুধবার মুম্বইয়ে শক্তি প্রদর্শনে তাঁর সঙ্গে থাকা বিধায়ক ও অনুগামীদের নিয়ে সভাও করেছেন অজিত ৷ কিন্তু এসবের অনেক আগেই এনসিপির কর্তৃত্ব কবজা করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন তিনি ৷
এ দিন কমিশনের তরফে জানানো হয়েছে, গত 30 জুন অজিত পাওয়ারের তরফে 1968 সালের নির্বাচনী প্রতীক সংক্রান্ত নির্দেশের 15 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি আবেদন করা হয়েছে ৷ সেই আবেদনে 40 জন জনপ্রতিনিধির হলফনামা রয়েছে ৷ সেখানে অজিত পাওয়ারকেই সর্বসম্মতিতে এনসিপি-র সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ তবে কমিশন জানিয়েছে যে আজ, 5 জুলাই তারা এই আবেদন পেয়েছে ৷