পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Crisis: এনসিপির কর্তৃত্ব দখলে কমিশনে অজিত, পালটা আবেদন শরদ শিবিরের - ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি

কার দখলে এনসিপি ৷ সেই নিয়ে নির্বাচন কমিশনে লড়াই শুরু হয়ে গেল ৷ এনসিপির নাম ও প্রতীক পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অজিত পাওয়ার ৷ আর তাঁদের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত আবেদনের বিষয় উল্লেখ করে পালটা ক্যাভিয়েট শরদ পাওয়ারের অনুগামীদের ৷

Maharashtra Political Crisis
Maharashtra Political Crisis

By

Published : Jul 5, 2023, 4:57 PM IST

মুম্বই, 5 জুলাই: গত রবিবার মহারাষ্ট্রের রাজভবনে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর অজিত পাওয়ার জানিয়েছিলেন যে তাঁরাই আসল এনসিপি ৷ তাঁর সেই দাবি নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন শরদ পাওয়ারের ভাইপো ৷ বুধবার নির্বাচন কমিশনের তাঁর পক্ষ থেকে এনসিপি-র নাম ও প্রতীক দাবি করে আবেদন জমা পড়েছে ৷

1999 সালে পিএ সাংমা ও তারিক আনোয়ারকে নিয়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার ৷ তার পর থেকে তিনিই এনসিপির সভাপতি ৷ মাস দুয়েক আগে রাজনীতি থেকে অবসর নিতে চাইলেও অনুগামীদের অনুরোধে এখনও তিনি সক্রিয় রাজনীতিক ৷ তবে দল চালানোর জন্য মেয়ে সুপ্রিয়া সুলে ও দীর্ঘদিনের আস্থাভাজন প্রফুল প্যাটেলকে জাতীয় কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়েছিলেন ৷

কিন্তু সেই প্রফুলকে সঙ্গে নিয়েই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন অজিত পাওয়ার ৷ বুধবার মুম্বইয়ে শক্তি প্রদর্শনে তাঁর সঙ্গে থাকা বিধায়ক ও অনুগামীদের নিয়ে সভাও করেছেন অজিত ৷ কিন্তু এসবের অনেক আগেই এনসিপির কর্তৃত্ব কবজা করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন তিনি ৷

এ দিন কমিশনের তরফে জানানো হয়েছে, গত 30 জুন অজিত পাওয়ারের তরফে 1968 সালের নির্বাচনী প্রতীক সংক্রান্ত নির্দেশের 15 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি আবেদন করা হয়েছে ৷ সেই আবেদনে 40 জন জনপ্রতিনিধির হলফনামা রয়েছে ৷ সেখানে অজিত পাওয়ারকেই সর্বসম্মতিতে এনসিপি-র সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে ৷ তবে কমিশন জানিয়েছে যে আজ, 5 জুলাই তারা এই আবেদন পেয়েছে ৷

রবিবার আটজনকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সরকারে সামিল হন অজিত পাওয়াররা ৷ তার পর থেকে শরদ পাওয়ারের সঙ্গে থাকা এনসিপি নেতাদের পদ থেকে সরিয়ে নিজের অনুগামীদের বসাচ্ছেন অজিত ৷ উলটো দিকে চুপচাপ নেই শরদ শিবিরও ৷ তিনি প্রফুল প্যাটেল-সহ কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ এ দিনই মুম্বইয়ে অনুগামীদের নিয়ে সভা করেছেন পাওয়ার ৷

তাঁর পক্ষ থেকে জয়ন্ত পাটিলও নির্বাচন কমিশনে আবেদন করেছেন ৷ সেখানে তিনি একটি ক্যাভিয়েট দাখিল করেছেন ৷ সেখানে জানানো হয়েছে যে বিধায়ক পদ খারিজের জন্য মহারাষ্ট্র বিধানসভায় 9 জন এনসিপি সদস্যের বিরুদ্ধে আবেদন করা হয়েছে ৷

ঠিক এক বছর শিবসেনার ভাঙনের পর থেকে একই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ শিবসেনার কতৃত্ব হাতে পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন একনাথ শিন্ডে ৷ শেষ পর্যন্ত একনাথের পক্ষেই রায় দেয় নির্বাচন কমিশন ৷ এনসিপি নিয়ে আপাতত কমিশন জানিয়েছেন, আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এখন দেখার শেষ পর্যন্ত কমিশনের রায়ে অজিত পাওয়ার এনসিপি দখল করতে পারেন কি না !

আরও পড়ুন:মস্তিষ্ক বনাম মনের লড়াইয়ে গভীর জটে 'পাওয়ার গেম'! শিন্ডের ভবিষ্যৎ কী?

ABOUT THE AUTHOR

...view details