পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

AIIMS Infant Spine Surgery: শিরদাঁড়ায় বিরল অস্ত্রোপচার এইমসে,  বাড়ি ফিরল একরত্তি

জন্মের সময়ই ক্ষতিগ্রস্ত হয় শিরদাঁড়া ৷ তার জন্য ভালো ভাবে হাত-পা নাড়তে পারছিল না শিশুটি ৷ 5 মাস বয়সে তাকে এইমসে আনা হয় ৷ ছ'মাস বয়সে তার বিরল একটি অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল ৷ বিশ্বে এমন অস্ত্রোপচার দ্বিতীয় ৷ এশিয়ায় প্রথম।

AIIMS Infant Surgery
এইমসে অস্ত্রোপচার

By

Published : May 14, 2023, 11:24 AM IST

Updated : May 14, 2023, 11:51 AM IST

নয়াদিল্লি, 14 মে: নবজাতকের শিরদাঁড়ায় আঘাত ছিল ৷ সেই চোট-মুক্তি ঘটল বিরল অস্ত্রোপচারে ৷ সেই সময় শিশুটির বয়স ছিল মাত্র 6 মাস ৷ কার্যত অসম্ভবকে সম্ভব করেছে দিল্লির এইমস ৷ কোনও রকম ধাতব রড দিয়ে নয়, মায়ের শরীর থেকে বোন গ্রাফট সংগ্রহ করে তা ওই শিশুর শিরদাঁড়ায় প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা ৷ এশিয়ায় প্রথম এত কম বয়সি শিশুর শিরদাঁড়ায় এমন অস্ত্রোপচার হল ৷ বিশ্বে স্পাইন ফিক্সেশন সার্জারির নিরিখে এই শিশুটি দ্বিতীয় কনিষ্ঠ ৷

এইমস-এর চিকিৎসক ডাঃ দীপক গুপ্তা জানান, একটি হাসপাতালে শিশুটির স্বাভাবিক প্রসব হয় ৷ তখনই কোনও ভাবে তার শিরদাঁড়া এবং ব্রাকিয়াল প্লেক্সাসে চোট লাগে ৷ ব্রাকিয়াল প্লেক্সাসের স্নায়ুর নেটওয়ার্ক বলা যায় ৷ এর মাধ্যমে শিরদাঁড়া থেকে হাত, পায়ের সঙ্গে সংযোগ স্থাপন হয় ৷ শিশুটির ওজন ছিল 4.5 কেজি ৷ সদ্যোজাতকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল ৷ সে নিউমোনিয়ায় আক্রান্ত হয় ৷

2022 সালের মে মাসে শিশুটিকে এইমসে আনা হয় ৷ তখন তার বয়স 5 মাস ৷ তার মধ্যে ছিল শ্বাসকষ্টজনিত সমস্যা ৷ স্বতঃস্ফূর্ত ভাবে হাত-পা নাড়াচাড়া করতে পারত না ৷ পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল শিশুটির শিরদাঁড়ায় ক্ষতিগ্রস্ত ৷ আর সার্ভিক্যাল স্পাইন অর্থাৎ ঘাড়ের কাছে হাড়গুলিও সরে গিয়েছে ৷ একে সার্ভিক্যাল স্পনডিলোপটোসিস বলে ৷ তখনই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷

এইমসে শিশুকে পর্যবেক্ষণে রাখা হয় ৷ তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক দল গঠিত হয় ৷ এই দলের অন্যতম সদস্য ডাঃ দীপক গুপ্তা ৷ তিনি জানান, কোনও ধাতব বস্তু দিয়ে এত কম বয়সি শিশুর শিরদাঁড়া ঠিক করাটা প্রায় অসম্ভব ছিল ৷ কারণ তাদের হাড়ের আকার খুব ছোট । পাশাপাশি সেগুলি খুবই নরম ৷ মায়ের সঙ্গে কথা বলা হয় ৷ তিনি সন্তানের জন্য তাঁর হাড়ের অংশ দিতে রাজি হন ৷ এদিকে মায়ের রক্ত বি পজিটিভ ৷ শিশু সন্তানের এ পজিটিভ ৷ কিন্তু তা কোনও বাধা হয়নি ৷

মায়ের সাধারণ অ্যানাস্থেশিয়া করে তাঁর শরীর থেকে হাড়ের অংশ সংগ্রহ করা হয় ৷ একই সময় পাশাপাশি আরেকটি অস্ত্রোপচার চলে সন্তানের শরীরেও ৷ মায়ের শরীর থেকে সংগৃহীত হাড়ের অংশটি শিশুর শরীরে স্থাপন করেন চিকিৎসকরা ৷ গত বছরের 10 জুন দীর্ঘ 15 ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার হয় ৷ এরপর শিশুটিকে 11 মাস ধরে ভেন্টিলেটরে রাখা হয় ৷ সম্প্রতি 10 মে এইমস শিশুটির শরীরে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা দিয়ে তাকে হাসপাতাল থেকে বাড়ি ফেরানো হয়েছে ৷

এইমস একটি বিবৃতিতে জানিয়েছে, শিশু সন্তানটি এখন বাবা-মায়ের ডাকে সাড়া দিচ্ছে ৷ তার হাত-পাও আগের থেকে সচল হয়েছে ৷ 2022 সালের ডিসেম্বরে শিশুটি তার প্রথম জন্মদিন পালন করে এইমসের ট্রমা সেন্টারে ৷ এর আগে 2016 সালে আমেরিকায় প্রথম এক সদ্যোজাতের মধ্যে এই এক সমস্যা দেখা গিয়েছিল ৷ তার ক্ষেত্রেও অটোগ্রাফ করে শিরদাঁড়া ঠিক করেন চিকিৎসকরা ৷

এই শিশুটির দেখভালের জন্য একটি বিশেষজ্ঞ দল ছিল এইমসে ৷ সেখানে ডাঃ দীপক গুপ্ত ছাড়াও নিউরোঅ্যানাস্থেশিয়ার অধ্যাপক ডাঃ জি পি সিং, নিউরোফিজিওলজির অধ্যাপক ডাঃ অশোক জারিয়াল, ডাঃ শেফালি গুলাতি, ডাঃ রাকেশ লোধা এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ঝুমা শঙ্কর ছিলেন ৷

আরও পড়ুন: মাতৃগর্ভেই ভ্রূণের অস্ত্রোপচার করে নজির গড়ল দিল্লির এইমস

Last Updated : May 14, 2023, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details