নয়াদিল্লি, 21 মার্চ:সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল সামিটে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi-Morrison summit) ৷ তার আগে ভারতকে 29টি পুরাকীর্তি ফিরিয়ে দিল অজি সরকার (Australia returns 29 antiquities to India) ৷
সেই পুরাকীর্তিগুলির মধ্যে মূলত 6টি থিমের জিনিস রয়েছে ৷ শিব ও তাঁর শিষ্য, শক্তির পুজো, বিষ্ণু ও তাঁর বিভিন্ন অবতার, জৈন ঐতিহ্য, প্রতিকৃতি ও আলংকারিক বস্তু ফেরানো হয়েছে ভারতকে ৷ ইতিহাসের বিভিন্ন সময়ের নিদর্শন সেই পুরাকীর্তিগুলি ৷ এর কয়েকটি আবার নবম-দশম শতাব্দীর ৷
পুরাকীর্তিগুলি বিভিন্ন উপাদানে তৈরি ৷ কোনওটা মার্বেলের, কোনওটা ব্রোঞ্জের, পিতলের, কোনওটা আবার কাগজের ৷ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে এই পুরাকীর্তিগুলি ৷ সেগুলি পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও তেলাঙ্গানার ইতিহাসের সাক্ষ্য বহন করছে ৷