গুয়াহাটি, 29 এপ্রিল : গতকালের ভূমিকম্পের পর রাত থেকে আজ সকাল পর্যন্ত দফায় দফায় কেঁপে উঠল অসম ৷ ভূমিকম্পের পরবর্তী ধাক্কা হিসেবে আজ বেলা পর্যন্ত প্রায় 15 বার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে ৷ মূল ভূমিকম্পের পরবর্তী পর্যায়ের কম্পনগুলি বেশি করে অনুভূত হয়েছে অসমের সোনিতপুর অঞ্চল ও তার আশেপাশে ৷
গতকাল মাঝরাতেই প্রায় 5 বার কেঁপে ওঠে সোনিতপুর অঞ্চল ৷ রিখটার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে 2.6, 2.9, 4.6, 2.7 এবং 2.3 ৷ তারপরেও দফায় দফায় প্রায় 10 বার কেঁপে ওঠে সোনিতপুর ৷
আরও পড়ুন : সকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভাঙল অসমবাসীর; কেঁপে উঠল উত্তরবঙ্গ, ভুটানও
প্রসঙ্গত, গতকাল সকাল 7টা বেজে 51 মিনিটে অসমের সোনিতপুরে 6.4 মাত্রার কম্পন অনুভূত হয় ৷ সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে 17 কিলোমিটার গভীরে ৷ যার জেরে অসমের রাস্তাঘাট ও বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে ৷ সেই ঘটনার পর থেকে পরবর্তী সময়ে প্রায় 15 বার মৃদু কম্পন অনুভূত হয়েছে অসমের একাধিক জায়গায় ৷ বিশেষত কম্পনের এপিসেন্টার বা উৎসস্থল সোনিতপুর ও তার আশেপাশের অঞ্চলে ৷ আর তার জেরেই কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়েছে অসমে ৷ করোনা পরিস্থিতির মধ্যেই মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসতে বাধ্য হন ৷ বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই অবস্থায় ঘনঘন ভূমিকম্প হওয়ায় রীতিমত আতঙ্কের মধ্যে রয়েছেন অসমের মানুষজন ৷