পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 15, 2023, 1:27 PM IST

ETV Bharat / bharat

Rahul Gandhi with Vegetable Vendor: রাহুল-রামেশ্বর, সবজি বিক্রেতার সঙ্গে মেজাজে আড্ডা কংগ্রেস নেতার

বাজারে সবজির দাম বৃদ্ধিতে সমস্যায় পড়েছিলেন রামেশ্বর ৷ তিনি পেশায় সবজি বিক্রেতা ৷ তাঁকে নিজের বাড়িতে ডেকে খাওয়ালেন রাহুল গান্ধি ৷ সেইসব ছবিও পোস্ট করলেন সামাজিক মাধ্যমে ৷

ETV Bharat
রাহুল গান্ধি সবজি বিক্রেতা রামেশ্বরের সঙ্গে খাওয়াদাওয়ার ছবি পোস্ট করেছেন

নয়াদিল্লি, 15 অগস্ট:সবজি বিক্রেতার সঙ্গে খাওয়াদাওয়া সারলেন রাহুল গান্ধি ৷ সোমবার ওই সবজি বিক্রেতাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর নাম রামেশ্বর ৷ কয়েকদিন আগে এই সবজি বিক্রেতার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে দেখা যায়, বাজারে সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রামেশ্বর কিছুই কিনতে পারেননি ৷ দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন ৷

এদিন রামেশ্বরের সঙ্গে খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ রাহুল লেখেন, "রামেশ্বরজি একজন প্রাণবন্ত মানুষ ! তাঁর মধ্যে কোটি কোটি ভারতীয়ের সহজ স্বভাব দেখতে পাওয়া যায় ৷" তিনি আরও লেখেন, "যাঁরা কঠিন সময়ের মধ্যেও মুখে হাসি ধরে রাখতে পারেন, তাঁরাই 'ভারত ভাগ্য বিধাতা' ৷"

সম্প্রতি রামেশ্বর নামের এই সবজি বিক্রেতার একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ৷ তিনি পাইকারি বাজার থেকে সবজি কিনে তা বিক্রি করেন ৷ তবে বাজারে সবজির দাম এতটাই বেড়ে গিয়েছে যে তিনি সবজি কিনে উঠতে পারেননি ৷ রামেশ্বরের সঙ্গে তাঁর হাতে টানা খালি গাড়িটি দেখা যাচ্ছে ৷ তিনি বলছেন, বাজারে টমেটোর দাম সাংঘাতিক বেড়ে গিয়েছে ৷ তাই তিনি তা কিনে উঠতে পারেননি ৷ তাঁকে জিজ্ঞেস করা হয়, অন্য সবজি কেন কিনতে পারেননি ? এর উত্তরে সবজি বিক্রেতা জানান, তাঁর কাছে টাকা নেই ৷ এরপরই রামেশ্বরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷

আরও পড়ুন: মাঝ রাস্তায় পড়ে স্কুটার, সংসদে পৌঁছনোর আগে গাড়ি থেকে নেমে খোঁজ নিলেন রাহুল

এই ভিডিয়োটি রাহুল গান্ধি-সহ অন্য কংগ্রেস নেতারাও সামাজিক মাধ্যেম পোস্ট করেছেন ৷ জুন, জুলাই এবং এখনও দেশের বিভিন্ন রাজ্যের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী ৷ তার মধ্যে টমেটোর দাম সবচেয়ে বেশি ৷ এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে ৷ এই মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করতে গিয়ে ভিডিয়োটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা-নেত্রীরা ৷ তাঁরা লিখেছেন, "রামেশ্বরের খাওয়াদাওয়ার ছবি পোস্ট করে লেখেন, "রামেশ্বরজির ইচ্ছে ছিল মানুষের হিরোর সঙ্গে দেখা করবেন ৷ তাঁদের দেখা হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details