জয়পুর, 24 সেপ্টেম্বর :পঞ্জাবের পর রাজস্থানেও কি কোন্দল বেধেছে কংগ্রেসের অন্দরে ? দলীয় নেতৃত্বের তৎপরতায় অন্তত তেমনই ইঙ্গিত মিলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷ কংগ্রেস সূত্রে খবর, দিল্লি থেকে জয়পুরে ফিরেই বিধানসভার অধ্যক্ষ তথা প্রবীণ কংগ্রেস নেতা সি পি জোশির (C P Joshi) সঙ্গে বৈঠক করেন দলের আর এক হেভিওয়েট নেতা সচিন পাইলট (Sachin Pilot) ৷ বৃহস্পতিবার সন্ধেয় প্রায় দু’ঘণ্টা ধরে বৈঠক করেন তাঁরা ৷ এর আগে গত 17 সেপ্টেম্বর রাহুল গান্ধির (Rahul Gandhi) সঙ্গেও জরুরি বৈঠক করেছিলেন সচিন ৷ সেই বৈঠক হয়েছিল দিল্লিতে ৷
আরও পড়ুন :Mukul Sangma : সুস্মিতা দেবের পথে কি মুকুল সাংমা, মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল ঘিরে জল্পনা
সংশ্লিষ্ট সূত্রের দাবি, একেবারে রাজনৈতিক কারণেই সি পি জোশির সঙ্গে বৈঠক করেন সচিন পাইলট ৷ এর পিছনে অন্য আর কোনও কারণ ছিল না ৷ প্রসঙ্গত, রাজস্থান বিধানসভার শেষ নির্বাচনে কংগ্রেস জয়যুক্ত হলেও সরকার গঠনের পথ মসৃণ ছিল না ৷ সচিন পাইলট, নাকি অশোক গেহলট (Ashok Gehlot), কে বসবেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে, তা নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর ৷ যার রেশ আবারও মাথাচাড়া দিচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷
সচিন পাইলট বরাবরই রাহুল গান্ধির কাছের লোক বলে পরিচিত ৷ সূত্রে খবর, রাজস্থানে কংগ্রেস নেতাদের মন কার দিকে ঝুঁকে রয়েছে, তার হদিশ পেতেই রাজ্যস্তরের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলছেন সচিন ৷ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদ নিয়ে শেষমেশ বিরোধ মেটাতে পারলেও রাজস্থানে এখনও অনেক কাজ বাকি রয়েছে কংগ্রেসের ৷ রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ থেকে দলের বিভিন্ন পদে নিয়োগ এবং সাংগঠনিক রদবদল, মনে করা হচ্ছে নবরাত্রির আগেই এইসব বকেয়া কাজগুলি সেরে ফেলতে চাইছে কংগ্রেস ৷ কারণ, ইতিমধ্যেই এনিয়ে দলের অন্দরে ক্ষোভ বাড়তে শুরু করেছে ৷ দীর্ঘ অপেক্ষায় ধৈর্যের বাঁধ ভাঙছে নেতা-কর্মীদের ৷