পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: রাহুলের পর এবার ভারত জোড়ো যাত্রায় এবার অংশ নেবেন প্রিয়াঙ্কা ! - প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

গত বুধবার তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ আপাতত নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এবার অংশ নিতে পারেন কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷

After Rahul Gandhi Priyanka Gandhi Vadra to Join Bharat Jodo Yatra very soon
Bharat Jodo Yatra: রাহুলের পর এবার ভারত জোড়ো যাত্রায় এবার অংশ নেবেন প্রিয়াঙ্কা !

By

Published : Sep 10, 2022, 5:52 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধিতে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বুধবার থেকে শুরু হওয়া যাত্রায় বেশ ভালো সাড়া মিলেছে বলে কংগ্রেসের (Congress) দাবি ৷ তাই এই যাত্রায় এবার যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷ কংগ্রেসের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

গত বুধবার এই তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস ৷ 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই যাত্রা শেষ হবে কাশ্মীরে ৷ তামিলনাড়ু থেকে যখন কেরালায় পৌঁছাবে ভারত জোড়ো যাত্রা, তখনই সেখানে অংশগ্রহণ করবেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেসের ওই সূত্র থেকে এমনই খবর মিলেছে ৷ আগামী 19 ও 22 সেপ্টেম্বর তিনি যোগ দেবেন ওই যাত্রায় ৷

এই নিয়ে ইটিভি ভারতকে এআইসিসির সম্পাদক (সংগঠন) কাজি মহম্মদ নিজামুদ্দিন জানিয়েছেন, শীর্ষনেত্রী হিসেবে কবে, কখন প্রিয়াঙ্কা গান্ধি এই যাত্রায় যোগ দেবেন, তা তিনিই ঠিক করবেন ৷

এদিকে কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে প্রিয়াঙ্কা এখন বিদেশে রয়েছেন সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন ৷ তার পরই তিনি ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন ৷

কাজি মহম্মদ নিজামুদ্দিন আরও জানান, রাহুল গান্ধি মানুষের কাছ এই যাত্রা নিয়ে ভালো প্রতিক্রিয়া পেয়েছেন ৷ সেই কারণেই বিজেপি সমস্যায় পড়ে গিয়েছে ৷ তাই তারা রাহুলের বিরুদ্ধে নানারকম অভিযোগ করছে ৷

তাঁর আরও দাবি, কংগ্রেস একমাত্র দল যাদের কন্যাকুমারী থেকে লাদাখ পর্যন্ত উপস্থিতি রয়েছে ৷ এখন দলের অবস্থা খারাপ ৷ কিন্তু এই যাত্রা থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেস আবার শক্তি ফিরে পাচ্ছে ৷ সেই কারণেই কখনও রাহুলের টি-শার্ট বা ধর্মযাজকের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি (BJP) ৷

প্রসঙ্গত, শুক্রবার রাহুল গান্ধির 41 হাজার টাকার টি-শার্ট নিয়ে প্রশ্ন তুলেছিল বিজেপি ৷ তার পর শনিবার আবার ভাইরাল হয় এক ক্যাথলিক ধর্মযাজকের সঙ্গে রাহুলের কথোপকথন ৷ যেখানে যিশুকেই আসল ভগবান বলা হচ্ছিল ৷ বলছিলেন ধর্মযাজক ৷ শুনছিলেন রাহুল ৷ এই নিয়ে বিজেপি রাহুলের সমালোচনা করেছে ৷

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) আক্রমণ করেছেন রাহুল গান্ধিকে ৷ তাঁর দাবি, কংগ্রেস নেতা একবার বলেছিলেন যে ভারত কোনও দেশই নয় ৷ এখন আবার তিনি দেশকে জুড়তে বিদেশি টি-শার্ট পরে পথে নেমেছেন ৷

আরও পড়ুন :যিশুই আসল ভগবান, শক্তির মতো নয়, রাহুলকে বললেন বিতর্কিত ধর্মযাজক

ABOUT THE AUTHOR

...view details