নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর : 2024 সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বৃদ্ধিতে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ বুধবার থেকে শুরু হওয়া যাত্রায় বেশ ভালো সাড়া মিলেছে বলে কংগ্রেসের (Congress) দাবি ৷ তাই এই যাত্রায় এবার যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও (Priyanka Gandhi Vadra) ৷ কংগ্রেসের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
গত বুধবার এই তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস ৷ 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই যাত্রা শেষ হবে কাশ্মীরে ৷ তামিলনাড়ু থেকে যখন কেরালায় পৌঁছাবে ভারত জোড়ো যাত্রা, তখনই সেখানে অংশগ্রহণ করবেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেসের ওই সূত্র থেকে এমনই খবর মিলেছে ৷ আগামী 19 ও 22 সেপ্টেম্বর তিনি যোগ দেবেন ওই যাত্রায় ৷
এই নিয়ে ইটিভি ভারতকে এআইসিসির সম্পাদক (সংগঠন) কাজি মহম্মদ নিজামুদ্দিন জানিয়েছেন, শীর্ষনেত্রী হিসেবে কবে, কখন প্রিয়াঙ্কা গান্ধি এই যাত্রায় যোগ দেবেন, তা তিনিই ঠিক করবেন ৷
এদিকে কংগ্রেসের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে প্রিয়াঙ্কা এখন বিদেশে রয়েছেন সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে ৷ তিনি খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন ৷ তার পরই তিনি ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন ৷