পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Ranjan Chowdhury : বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান লজ্জার, কেন্দ্রকে তোপ অধীরের

বিশ্ব ক্ষুধা সূচকে 101 নম্বর স্থানে নেমে এসেছে ভারত ৷ যা নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন অধীররঞ্জন চৌধুরী ৷ মোদির সরকারের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের অন্য প্রবীণ নেতারাও ৷

Adhir Ranjan Chowdhury hits out at BJP govt over India's dip in Hunger Index ranking
Adhir Ranjan Chowdhury : বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থান লজ্জার, কেন্দ্রকে তোপ ক্ষুব্ধ অধীরের

By

Published : Oct 17, 2021, 7:04 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর : বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের স্থানস্খলনে মোদি সরকারের তুলোধনা করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দেন তিনি ৷ উল্লেখ্য, বিশ্ব ক্ষুধা সূচকে মোট 116 টি দেশের কথা বলা হয়েছে ৷ যে দেশের অবস্থা যত খারাপ, তার স্থান তত পিছনে ৷ 2021-এর এই তালিকায় ভারতের স্থান 101 ৷ যা যথেষ্ট উদ্বগজনক বলেই মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও কেন্দ্রের দাবি, যে পদ্ধতিতে এই হিসাব করা হয়েছে, তা নাকি ভুল ! আর সেই কারণেই এই সূচককে একবাক্যে খারিজ করে দিয়েছে মোদি সরকার ৷

আরও পড়ুন :Inflation : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাহুলের নিশানায় কেন্দ্র, লালুর তোপে ডাবল ইঞ্জিন সরকার

কেন্দ্রের এই আচরণেই ক্ষুব্ধ অধীর ৷ তাঁর মতে, ভারতের এই অবস্থা নিঃসন্দেহে অভাবনীয় এবং লজ্জার ৷ কিন্তু, তার থেকেও বেশি লজ্জার বিষয় হল, কেন্দ্র এই সত্যকে স্বীকার করতে নারাজ ৷ বরং, তারা নানা অজুহাত খাড়া করে সূচক নির্ণয়ের গোটা প্রক্রিয়াটাকেই খারিজ করে দিতে উঠে পড়ে লেগেছে ৷ অধীরের অভিযোগ, দেশে যে দারিদ্র্য এবং অনাহার ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা কোনও মতেই মানতে রাজি নয় সরকার ৷ অধীরের আশঙ্কা, উল্টে হয়তো এই সূচকের গায়ে দেশবিরোধী, ভারতবিরোধী এবং মোদিবিরোধী তকমা সেঁটে দেওয়া হবে ৷

অধীর ছাড়াও এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আরও দুই প্রবীণ নেতা ৷ তাঁদের মধ্যে অন্যতম কপিল সিবল (Kapil Sibal) ৷ টুইটারে মোদির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, ‘‘ধ্বংসের জন্য অভিনন্দন মোদিজি ৷ 1) দারিদ্র্য, 2) ক্ষুধা, 3) বিশ্বশক্তি হিসাবে ভারতের গঠন, 4) আমাদের ডিজিট্যাল অর্থনীতির জন্য, 5)... আরও অনেক কিছু ৷ বিশ্ব ক্ষুধা সূচক, 2020 : ভারতের স্থান ছিল 94 ৷ আর 2021 : ভারতের স্থান 101 ৷’’

আরও পড়ুন :National Education Policy: 4 বছরের স্নাতক কোর্স চালু করতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে তৎপর হতে নির্দেশ কেন্দ্রের

গোটা ঘটনায় কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের আর এক নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও (Mallikarjun Kharge) ৷ তাঁর কথায়, ‘‘বিশ্ব ক্ষুধা সূচকে নেপাল এবং পাকিস্তানের থেকেও পিছিয়ে পড়েছে ভারত ৷ 2014 সালে ভারতের স্থান ছিল 55 ৷ সেখান থেকে আজ ভারতের স্থান নেমে গিয়েছে 101 নম্বরে ৷ ইউপিএ জমানায় ক্ষুধা দূর করতে অনেক প্রচেষ্টা করা হয়েছিল ৷ খাদ্য়ের অধিকার তার মধ্যে অন্যতম ৷ কিন্তু, এখন সেসব নষ্ট হয়ে গিয়েছে ৷ দরিদ্রদের কোনও সহায়তা করা হয় না ৷ ভারত সরকারকে দ্রুত তার ভুলগুলি সংশোধন করতে হবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details