নয়াদিল্লি , 1 ডিসেম্বর : কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট 10 বছর ভারত শাসন করেছে, সেই ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ-র কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে (Mamata Meets Pawar) বৈঠকের পর পাওয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি ৷ তার পরেই মমতাকে ঠুকলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Chowdhury slams Mamata Banerjee) ৷
তিনি বলেন, ‘‘শরদ পাওয়ার কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেননি । তিনি একজন সিনিয়র নেতা। আমরা তাঁকে সম্মান করি । শরদ পাওয়ার এবং অন্যান্য দলের লোকদের ফাঁসানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করছেন ৷ বিজেপির বিকল্প এসেছে তা দেখানোর জন্য এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র । এতে বিজেপিই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ৷ যখন ভারত জুড়ে বিজেপির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অক্সিজেন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অক্সিজেন সরবরাহকারী হয়ে উঠেছেন । সুতরাং, বিজেপি তাঁর উপর খুশি ৷’’