নয়াদিল্লি, 10 অগস্ট: প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তাঁকে চরম কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷ বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের উপর ভাষণ দিতে গিয়ে লোকসভায় দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, "আপনি একবার কেন, 100 বার প্রধানমন্ত্রী হন ৷ আমাদের কোনও আপত্তি নেই ৷ আমাদের চিন্তা দেশের মানুষকে নিয়ে ৷ কিন্তু আমরা আশা করেছিলাম আপনি মণিপুর নিয়ে মন কি বাত বলবেন ৷" লোকসভার বিরোধী দলনেতার দাবি, মণিপুরের ঘটনা কোনও ছোট বিষয় নয় ৷ গোটা দেশে তো বটেই, সারা বিশ্বে এখন চর্চার বিষয় মণিপুরের ঘটনা ৷ অধীরের অভিযোগ, কিন্তু এত কিছুর পরও মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কোনও হস্তক্ষেপ দেখা গেল না ৷ এদিন অধীর বলেন, "ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল ৷ এখন রাজা অন্ধ, তাই মণিপুরে মহিলাদের উপর নির্যাতন চলছে ৷"
যার তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অধীরের অন্ধ রাজার বক্তব্যের নিন্দা করতেও দেখা যায় অমিত শাহকে ৷ যদিও তারপরও থেমে থাকেননি অধীর চৌধুরী ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে ফের তিনি বলেন, "নীরব মোদি কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী 'নীরব' মোদি হয়ে এখানেই আছেন ৷" এরপরই অধীর চৌধুরীর বক্তব্যের উপর পয়েন্ট অফ অর্ডার আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ একই সঙ্গে অধীর চৌধুরীর বিরুদ্ধে রুল জারি করার জন্য অধ্যক্ষের কাছে আবেদনও জানান সংসদীয় মন্ত্রী ৷ এরপরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিরোধীরা ।