পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir Chowdhury Slams to PM Modi: 'অন্ধ রাজা' মোদি ! মণিপুরে মহিলা-নির্যাতন নিয়ে আক্রমণ অধীরের - অধীর চৌধুরী

প্রধানমন্ত্রীর সামনেই তাঁকে উদ্দেশ্য করে চরম কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর ৷ লোকসভার বিরোধী দলনেতার দাবি, মণিপুরের ঘটনা কোনও ছোট বিষয় নয় ৷ গোটা দেশে তো বটেই, সারা বিশ্বে এখন চর্চার বিষয় মণিপুরের ঘটনা ৷

Etv Bharat
অধীর চৌধুরী

By

Published : Aug 10, 2023, 3:20 PM IST

Updated : Aug 10, 2023, 3:58 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট: প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তাঁকে চরম কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷ বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের উপর ভাষণ দিতে গিয়ে লোকসভায় দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, "আপনি একবার কেন, 100 বার প্রধানমন্ত্রী হন ৷ আমাদের কোনও আপত্তি নেই ৷ আমাদের চিন্তা দেশের মানুষকে নিয়ে ৷ কিন্তু আমরা আশা করেছিলাম আপনি মণিপুর নিয়ে মন কি বাত বলবেন ৷" লোকসভার বিরোধী দলনেতার দাবি, মণিপুরের ঘটনা কোনও ছোট বিষয় নয় ৷ গোটা দেশে তো বটেই, সারা বিশ্বে এখন চর্চার বিষয় মণিপুরের ঘটনা ৷ অধীরের অভিযোগ, কিন্তু এত কিছুর পরও মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কোনও হস্তক্ষেপ দেখা গেল না ৷ এদিন অধীর বলেন, "ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল ৷ এখন রাজা অন্ধ, তাই মণিপুরে মহিলাদের উপর নির্যাতন চলছে ৷"

যার তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অধীরের অন্ধ রাজার বক্তব্যের নিন্দা করতেও দেখা যায় অমিত শাহকে ৷ যদিও তারপরও থেমে থাকেননি অধীর চৌধুরী ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে ফের তিনি বলেন, "নীরব মোদি কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী 'নীরব' মোদি হয়ে এখানেই আছেন ৷" এরপরই অধীর চৌধুরীর বক্তব্যের উপর পয়েন্ট অফ অর্ডার আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ একই সঙ্গে অধীর চৌধুরীর বিরুদ্ধে রুল জারি করার জন্য অধ্যক্ষের কাছে আবেদনও জানান সংসদীয় মন্ত্রী ৷ এরপরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিরোধীরা ।

এদিন লোকসভার বিরোধী দলনেতাকে অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখতে সময় দেন অধ্যক্ষ ৷ আর অধীর চৌধুরীর বক্তব্য রাখার সময়ই সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর এরপরই ট্রেজারি বেঞ্চের দিকে লক্ষ্য রেখে একের পর এক তির ছুড়তে থাকেন অধীর চৌধুরী ৷ প্রাথমিকভাবে মণিপুর নিয়ে ইউরোপিয়ান সংসদে নিন্দা প্রস্তাব নিয়ে অধীরের বক্তব্যের বিরোধিতা সরকার পক্ষ থেকে না হলেও, প্রধানমন্ত্রীর 'নীরব মোদি' এবং 'অন্ধ রাজা' প্রসঙ্গে গর্জে ওঠেন সরকার পক্ষের সাংসদ-মন্ত্রীরা ৷ উঠে দাঁড়িয়ে অধীর চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই স্পিকারের উদ্দেশে সংসদ রুল বুকের 52 ধারার উল্লেখ করে অধীর চৌধুরীর বক্তব্য থেকে বিতর্কিত অংশ বাদ দেওয়ার আর্জি জানান সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য তৎক্ষণাৎ সংসদীয় মন্ত্রীর প্রস্তাব স্বীকার করে প্রধানমন্ত্রীকে নিয়ে করা অধীরের বিতর্কিত মন্তব্য লোকসভার রেকর্ড থেকে বাদ দিয়ে দেন ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায় এড়াতে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে বিল আনছে কেন্দ্র

অন্যদিকে, লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই কক্ষ ত্যাগ করেছেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা ৷ এখন প্রশ্ন, অনাস্থা প্রস্তাবের উপর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে উঠে আসতে পারে মণিপুর প্রসঙ্গও ৷ বিরোধীদের যে দাবি দীর্ঘদিনের ছিল, সেই ভাষণের সময় কি ফের বিরোধী সাংসদরা অধিবেশন কক্ষে ফিরে আসবেন ?

Last Updated : Aug 10, 2023, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details