নয়াদিল্লি, 16 ডিসেম্বর: কুইন্টিলিওন বিজনেস মিডিয়া, এনডিটিভি'র পর মিডিয়া জগতে ব্যবসার পরিসর আরও বৃদ্ধি করল আদানি গোষ্ঠী ৷ সংবাদসংস্থা আইএএনএস (ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস)-এর অধিকাংশ শেয়ার কিনে নিলেন শিল্পপতি গৌতম আদানি ৷
আদানি এন্টারপ্রাইজের তরফে চুক্তির অংক প্রকাশ্যে আনা না-হলেও এক বিবৃতিতে তারা আইএএনএসের শেয়ার কিনে নেওয়ার বিষয়টি সম্পর্কে জ্ঞাত করেছে ৷ বিবৃতিতে লেখা হয়েছে, "এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের 50.50 শতাংশ শেয়ার কিনে নিয়েছে ৷" আইএএনএস প্রাইভেট লিমিটেডের বাকি শেয়ার অবশ্য থাকছে সাংবাদিক সন্দীপ বামজাইয়ের হাতেই ৷ এই মর্মে আদানি গোষ্ঠী আইএএনএস এবং সন্দীপ বামজাইয়ের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে ৷
চুক্তি মোতাবেক এখন থেকে সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস আদানি গোষ্ঠীর অধীনস্থ সংস্থা ৷ এর আগে গত বছর মার্চে প্রথমবার মিডিয়া জগতে পা রেখেছিল আদানি গোষ্ঠী ৷ কুইন্টিলিওন বিজনেস মিডিয়ার একটা বড় অংশের শেয়ার কিনে নিয়েছিল এএমজি মিডিয়া ৷ পরবর্তীতে গত বছর ডিসেম্বরে এনডিটিভি'র 65 শতাংশ শেয়ার গিয়েছিল আদানি গোষ্ঠীর ঝুলিতে ৷