নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) বা আরএসএস (RSS)-এর দিল্লির দফতরের নিরাপত্তা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে সরকারি ভাবে অবশ্য এখনও কিছু জানানো হয়নি ৷ তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত তেমনই জানা গিয়েছে ৷ এখন থেকে রাজধানী দিল্লিতে আরএসএস-এর দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (Central Industrial Security Force) বা সিআইএসএফ (CISF) ৷
কেন্দ্রীয় দিল্লিতে রয়েছে আরএসএস-এর ওই দফতর ৷ যার নাম কেশব কুঞ্জ৷ কাছেই উদাসীন আশ্রমে রয়েছে একটি ক্যাম্প অফিস ৷ দু’টিকেই সিআইএসএফের নিরাপত্তার অধীনে আনা হয়েছে বলে খবর ৷ গত 1 সেপ্টেম্বর থেকে সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷