পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Banerjee : কয়লা কাণ্ডে দিল্লির ইডি দফতরে অভিষেক

নয়াদিল্লির জামনগরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (Enforcement Directorate) দফতরে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তদন্তকারী সংস্থার সঙ্গে যাবতীয় সহযোগিতা করবেন বলে জানান সংবাদমাধ্যমকে ৷

দিল্লির ইডি দফতরে পৌঁছলেন অভিষেক
দিল্লির ইডি দফতরে পৌঁছলেন অভিষেক

By

Published : Sep 6, 2021, 11:24 AM IST

Updated : Sep 6, 2021, 8:22 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর : জামনগরে ইডির দফতরে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ কয়লা পাচার কাণ্ডের মামলায় তাঁকে তলব করেছে ইডি ৷ অভিষেক ইডির দফতরে পৌঁছে সংবাদমাধ্যমকে বলেন, "এজেন্সি আমাকে তলব করেছে ৷ আমি এসেছি । তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করব ।"

গতকালই অভিষেক দিল্লির উদ্দেশে কলকাতা থেকে বিমান ধরেন ৷ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি আগেও বলেছি, আমার পিছনে ইডি, সিবিআই লাগানোর দরকার নেই ৷ 10 পয়সার দুর্নীতিও যদি কেউ প্রমাণ করতে পারে, ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতেও রাজি আছি আমি ৷ আজও সেই একই কথা বলছি । যে কোনও তদন্তের সামনা-সামনি হতে আমি প্রস্তুত ৷ কলকাতায় ইডির দফতর থাকতেও আমাকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে ৷ আমি যাব সেখানে ৷ আমি যাচ্ছিও ৷"

এই মামলায় অভিষেকের স্ত্রী রুজিরা নারুলাকেও তলব করেছিল ইডি ৷ তবে করোনা পরিস্থিতির মধ্যে দু'টি সন্তানের মা রুজিরা দিল্লি যেতে পারবেন না জানিয়ে ইডিকে চিঠি পাঠান ৷ কলকাতায় তাঁর বাড়িতে ইডির আধিকারিকদের যেতে অনুরোধ জানান ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

Last Updated : Sep 6, 2021, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details