নয়াদিল্লি, 16 জুলাই:কংগ্রেসের থেকে শেষ পর্যন্ত দাবি আদায় করেই ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল ৷ আর তাতেই কাটল জোটের জট ৷ দিল্লি নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সংসদে কংগ্রেস সরব হবে, এআইসিসির তরফে এই বার্তা আসার পরই বিরোধী বৈঠকে যেতে রাজি হলেন আম আদমি পার্টি (আপ)-এর প্রধান কেজরিওয়াল ৷
2024 সালের লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রায় সবকটি অ-বিজেপি রাজনৈতিক দলই যৌথভাবে লড়াইয়ের ময়দানে নামছে ৷ তারই রণকৌশল ঠিক করতে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক বসছে আগামিকাল অর্থাৎ সোমবার ৷ সেই বৈঠকে আপের যোগ দেওয়া নিয়েই তৈরি হয়েছিল সংশয় ৷ তবে রবিবার দলের জাতীয় মুখপাত্র তথা সাংসদ রাঘব চাড্ডা জানান, সেই বৈঠকে যোগ দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল ৷ আদতে কংগ্রেসের তরফে দিল্লির অধ্য়াদেশের বিষয়ে সবুজ সংকেত পাওয়া মাত্রই সিদ্ধান্ত বদলেছেন কেজরিওয়াল ৷
রবিবার সকালেই এআইসিসি সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল স্পষ্ট জানিয়েছেন, দিল্লি প্রশাসন এবং আমলাদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হেঁটে যে অধ্য়াদেশ আনছে বিজেপি সরকার, তার বিরোধীতা করবে কংগ্রেস ৷ শুধু তাই নয়, এই ইস্যুতে আপকে সমর্থনের ইঙ্গিতও দিয়েছেন তিনি ৷ এরপরই টুইট করে কংগ্রেসের সিদ্ধান্তকে স্বাগত জানান আপ মুখপাত্র রাঘব চাড্ডা ৷ তবে তারপরও বিরোধী বৈঠকে আপের যোগদান নিয়ে সংশয় ছিলই ৷ এদিন দলের প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে আম আদমি পার্টির রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় আপ এই বৈঠকে অংশ নেবে ৷