নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: অবশেষে দিল্লি পৌরনিগমের মেয়র নির্বাচনের (Delhi Mayor Election) প্রক্রিয়া শেষ হল ৷ মেয়র হিসেবে নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলি ওবেরয় (AAP Shelly Oberoi elected as MCD Mayor) ৷ বুধবার তাঁর পক্ষে ভোট পড়েছে 150 ৷ বিজেপির (BJP) রেখা গুপ্তা পেয়েছেন 116টি ভোট ৷ 34 ভোটে জয়ী হয়েছেন শেলী ৷ মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন যে দিল্লি পৌরনিগমকে (Municipal Corporation of Delhi) তিনি সাংবিধানিক রীতিনীতি মেনেই চালাবেন ৷
গত ডিসেম্বরে দিল্লি পৌরনিগমের ভোটে জয়ী হয় আম আদমি পার্টি ৷ কিন্তু মেয়র নির্বাচনের প্রক্রিয়া ঘিরে মাস দেড়েক ধরে জটিলতা চলছে ৷ ইতিমধ্যে চলতি বছরের জানুয়ারির 6 ও 24 তারিখ এবং এই মাসের 6 তারিখ মেয়র নির্বাচনের জন্য সভা বসেছিল ৷ কিন্তু সদস্য়দের মধ্যে হইহট্টগোল ও বিজেপি আর আপের কাউন্সিলরদের মধ্যে গোলমালের জেরে প্রতিবারই মেয়র নির্বাচন পণ্ড হয়ে যায় ৷
অবশেষে বুধবার সেই প্রক্রিয়া শেষ হল ৷ শুক্রবার সকাল সাড়ে 11টা নাগাদ মেয়র নির্বাচন শুরু হয় ৷ চলে প্রায় দু’ঘণ্টা ধরে ৷ পৌরনিগমের 250 জন কাউন্সিলরের মধ্যে 241 জন ভোট দেন ৷ এছাড়া 10 জন মনোনীত সাংসদ ও 14 জন মনোনীত বিধায়কও ভোটদান করেন ৷ ভোট পর্ব শেষ হতেই বিজেপি নিশানা করেন আম আদমি পার্টির নেতারা ৷ কারণ, বিজেপিই দিল্লির মেয়র নির্বাচনে বারবার বাধার সৃষ্টি করছিল বলে অভিযোগ ছিল আপের ৷