পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে নাবালিকা ধর্ষণ, ধৃত বাবা - হনুমান নগর

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নাবালিকা ধর্ষণে গ্রেপ্তার বাবা। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু পুলিশের ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Feb 19, 2021, 1:21 PM IST

গোয়ালিয়র, 19 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার মধ্যপ্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয় গোয়ালিয়রের হনুমান নগর থেকে নিজের নাবালিকা কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ।

গোয়ালিয়রের পুলিশ সুপার অমিত সাংঘি এএনআই কে জানিয়েছেন , "মত্ত অবস্থায় নিজের নাবালিকা কন্যাকে যৌন হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি আমরা । অভিযুক্ত বাবার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 376 ধারায় পকসো (প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস ) আইনে মামলা রুজু করা হয়েছে ।" ঘটনাটি ঘটেছে 5 দিন আগে গোয়ালিয়রের গোলা মন্দির থানা এলাকায় ।

পুলিশ জানিয়েছে , 14 বছরের এক নাবালিকা তার মত্ত বাবার যৌন হেনস্থার শিকার ।

নাবালিকা যোগাযোগ করে চাইল্ড হেল্পলাইনে । সে জানায়, তার মা আলাদা থাকে তার বাবার থেকে এবং সে ও তার বোন বাবার বাড়িতে থাকে । নির্যাতিতা আরও জানায় যে, বিগত কয়েক দিন ধরেই মত্ত বাবা তাকে ধর্ষণ করত এবং এ বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত ।

চাইল্ড হেল্পলাইন এই ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানালে তার বাবাকে গ্রেপ্তার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details