পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UP Hit and Run Case: এবার কৌশাম্বী ! ছাত্রীকে 200 মিটার ঘষটে নিয়ে গেল গাড়ি - Road Accident

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কৌশাম্বী (Kaushambi) জেলায় ভয়াবহ দুর্ঘটনার শিকার ছাত্রী ৷ তাকে ধাক্কা মেরে প্রায় 200 মিটার ঘষটে নিয়ে গেল (UP Hit and Run Case) চারচাকা গাড়ি ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই ছাত্রী ৷

a girl student seriously injured in UP Hit and Run Case
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও সাইকেল ৷

By

Published : Jan 4, 2023, 7:54 PM IST

কৌশাম্বী (উত্তরপ্রদেশ), 4 জানুয়ারি: দিল্লির মতোই মর্মান্তিক এক ঘটনার (Delhi Hit and Run Case) সাক্ষী থাকল উত্তরপ্রদেশ ৷ এক ছাত্রীকে ধাক্কা মেরে ঘষটে নিয়ে গেল চারচাকা গাড়ি (UP Hit and Run Case) ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই ছাত্রী ৷ বুধবার স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার কথা প্রকাশ্যে আনা হয় ৷ তাদের তরফে জানানো হয়, রাজ্যের (Uttar Pradesh) কৌশাম্বী (Kaushambi) জেলায় এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ দ্রুত গতিতে আসা ওই চারচাকা গাড়িটি প্রথমে ওই ছাত্রীকে ধাক্কা মারে ৷ তারপর তাকে গাড়ির নীচে আটকে থাকা অবস্থায় অন্তত 200 মিটার ঘষটে নিয়ে যায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির মতো এই ঘটনাটিও ঘটে গত 1 জানুয়ারি ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটি তার সাইকেলে সওয়ার ছিল ৷ ঠিক সেই সময়েই স্থানীয় দেবখরপুর গ্রামের কাছে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে ৷ এর ফলে ওই ছাত্রী তার সাইকেল সমেত গাড়ির নীচে ঢুকে যায় ! কিন্তু, চালকের তাতেও হুঁশ ফেরেনি ! তিনি ওই ছাত্রীকে প্রায় 200 মিটার ঘষটে নিয়ে যান !

আরও পড়ুন:দিল্লিতে যুবতীকে কুপিয়ে খুনের চেষ্টায় গ্রেফতার বন্ধু, সামনে এল সিসিটিভি ফুটেজ

এই ঘটনায় ইতিমধ্যেই চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কোতওয়ালি থানার পুলিশ ৷ তবে, তাঁর নাগাল পাওয়া যায়নি ৷ কারণ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চম্পট দেন অভিযুক্ত ৷ সূত্রের দাবি, এই ঘটনায় ওই চালকও আহত হন ৷ কিন্তু, পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি ফেলে রেখেই পালান তিনি ৷ একটি সূত্রের দাবি, অভিযুক্ত চালক প্রয়াগরাজে নিজের চিকিৎসা করিয়েছেন ৷

এদিকে, এই ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই ছাত্রী ৷ তার মুখ, বুক ও পিঠে আঘাত লেগেছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, এর পাশাপাশি মেয়েটির একটি হাত ও একটি পা ভেঙে গিয়েছে ৷ পুলিশের এক আধিকারিক ঘটনা প্রসঙ্গে বলেন, মেয়েটি তার সাইকেল নিয়ে চাকার ভিতর ঢুকে গিয়েছিল ৷ তারপরও চালক কিছু বোঝেননি এটা হতে পারে না ৷ তিনি চাইলে সঙ্গে সঙ্গে গাড়ি থামাতে পারতেন ৷ তাতে মেয়েটির এত আঘাত লাগত না ৷ কিন্তু, চালক মেয়েটিকে কোনও সাহায্য করেননি ৷ বরং তাকে গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে গিয়েছেন ৷

মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, গত 1 জানুয়ারি কম্পিউটার কোচিং ক্লাসে যাচ্ছিল সে ৷ কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে ওই ছাত্রী ৷ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ সে ৷ সেখানেই তার চিকিৎসা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details