ইসলামাবাদ, 17 জুলাই: ভারত থেকে পাকিস্তানে নিজের পৈতৃক বাড়ি দেখতে গেলেন বৃদ্ধা ৷ 75 বছর পরে ৷ রিনা ছিবারের বয়স 92, জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম ৷ দু'দেশের মধ্যে সুসম্পর্কের প্রতীক হিসেবে পাকিস্তান হাই কমিশন তাঁর জন্য তিন মাসের ভিসা মঞ্জুর করেছে (92 year old Indian woman visits her ancestral home in Rawalpindi Pakistan) ৷
শনিবার ভারত-পাকিস্তান সীমান্তে ওয়াঘা-আত্তারি বর্ডার (Wagah Attari Border) পার করে প্রতিবেশী দেশে যান বৃদ্ধা ৷ সেখানে রাওয়ালপিণ্ডির প্রেম নিবাসে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে ৷ তিনি দু'দেশের সরকারের কাছেই আর্জি জানান, দু'পক্ষ যৌথ ভাবে কাজ করুক ৷ ভিসার কড়াকাড়ি খানিক আলগা করে তাঁর আসা-যাওয়ার পদ্ধতিটি সহজ করে দিক ৷
নবতিপর রিনার এখনও মনে পড়ে ছোটবেলার রঙিন সে সব দিন ৷ দেশভাগের আগে যখন রাওয়ালপিণ্ডিতে বিভিন্ন সংস্কৃতি-সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকত ৷ বর্ডার পেরিয়ে বাড়ির পথে যেতে যেতে তিনি বললেন, "আমার ভাই-বোনেদের অনেক বন্ধুবান্ধব ছিল ৷ তাঁরা বিভিন্ন সম্প্রদায়ের, এমনকী মুসলিমও ৷ তাঁরা সবাই আমাদের বাড়িতে আসতেন ৷"