চাম্বা (হিমাচলপ্রদেশ), 10 মার্চ : খাদে বাস পড়ে প্রাণ গেল আটজনের ৷ গুরুতর আহত আরও 11 জন ৷ দুর্ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের চাম্বা জেলার তিসা মহকুমায় ৷ বুধবার একথা জানান চাম্বার পুলিশ সুপার এস আরুল কুমার ৷
হিমচলপ্রদেশ বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীনই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ৷ ঘটনায় নিহতদের কথা স্মরণ করে শোকপ্রকাশ করেন তিনি ৷ দেন তাঁদের পরিবার ও আহতদের পাশের থাকার আশ্বাস ৷