পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

করোনার দ্বিতীয় ধাক্কায় দেশে প্রাণ হারিয়েছেন 798 চিকিৎসক, জানাল আইএমএ

দেশে করোনা ভাইরাস সংক্রমণের হিসেব প্রকাশিত হয় প্রতিদিন ৷ কিন্তু জানেন কি কোভিড-19-এর দ্বিতীয় ঢেউয়ে দেশে কতজন ডাক্তারের প্রাণ গিয়েছে ? 798 জন ৷ সবচেয়ে বেশি দিল্লিতে ৷ প্রাক-জাতীয় চিকিৎসক দিবসে এই তথ্য জানাল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন (IMA) ৷

ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন
ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন

By

Published : Jun 30, 2021, 10:27 AM IST

নয়াদিল্লি, 30 জুন : আগামিকাল জাতীয় চিকিৎসক দিবস (Natinal Doctor's Day) ৷ তার আগে করোনা ভাইরাসে চিকিৎসকদের অবদান প্রসঙ্গে এক মর্মান্তিক পরিসংখ্য়ান প্রকাশ করল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন (IMA) ৷ মঙ্গলবার এই সংগঠন জানায় যে, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হয়েছে 798 জন চিকিৎসকের ৷

শুধুমাত্র দিল্লিতে 128 জন, বিহারে 115 জন আর তার পর উত্তরপ্রদেশে 79 জন চিকিৎসক মারা গিয়েছেন ৷ মহারাষ্ট্রে 23 জন, কেরালায় 24 জন ৷ যদিও দেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, এমনকি কোভিড-19-এর ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের প্রকোপও বাড়ছে সেখানে ৷ কেন্দ্রশাসিত রাজ্য পুদুচেরিতে 1 জন চিকিৎসক মারা গিয়েছেন ৷

আরও পড়ুন :Corona in Bengal : দেড় হাজারের ঘরে নামল দৈনিক সংক্রমণ

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা ভাইরাস প্যানডেমিকে চিকিৎসকদের ভূমিকার প্রশংসা করেন ৷ তার পর আইএমএ (IMA)-র সভাপতি জে এ জয়ালাল জানান যে প্রধানমন্ত্রী চিকিৎসকদের সম্মান রক্ষা, নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী চিকিৎসকদের ভ্য়াকসিনেশনের উপর জোর দিয়েছেন ৷ চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এ বছরও আমরা জাতীয় চিকিৎসক দিবস (1 জুলাই) পালন করব ৷ এই দিবসে প্রধানমন্ত্রীর চিকিৎসক সংগঠনের প্রতি এই শুভেচ্ছায় আমরা উচ্ছ্বসিত ৷"

এই বিশেষ দিবসে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে চিকিৎসক সংগঠন ৷ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রের স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য ভি কে পল, এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া ৷ আর এই সপ্তাহটি পালন করা হবে "সুরক্ষিত মাতৃত্ব সপ্তাহ" (Safe Motherhood Week) হিসেবে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, মঙ্গলবার দেশে নতুন কোভিড-19 রোগীর সংখ্য়া ছিল 35,566 ৷ টানা 102 দিন চলার পর এই প্রথম সংখ্যা 40000-এর নীচে নামল ৷

ABOUT THE AUTHOR

...view details