পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আইআইটি যোধপুরে করোনা আক্রান্ত পড়ুয়া ও অধ্যাপক সহ 70 জন

যোধপুর আইআইটিতে পড়ুয়া ও অধ্যাপক সহ প্রায় 70 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ আজ আইআইটির তরফে একথা জানানো হয়েছে ৷ আক্রান্তদের মধ্যে 60 জন এই মুহূর্তে করোনা অ্যাকটিভ ৷ তাঁদের ক্যাম্পাসের একটি হস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ সেই সঙ্গে ক্যাম্পাসের আরও 2টি হস্টেলকে করোনা আক্রান্তদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে ৷

70-people-including-students-and-staff-members-at-iit-jodhpur-campus-have-tested-positive-for-covid-19
আইআইটি যোধপুরে করোনা আক্রান্ত পড়ুয়া ও অধ্যাপক সহ 70 জন

By

Published : Apr 5, 2021, 1:18 PM IST

যোধপুর,(রাজস্থান) : গত এক সপ্তাহে আইআইটি যোধপুরে 70 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ এদের মধ্যে পড়ুয়া, আইআইটির কয়েকজন অধ্যাপক রয়েছেন ৷ আজ যোধপুর আইআইটির তরফে এ কথা জানানো হয়েছে ৷ আক্রান্ত পড়ুয়াদের মধ্যে অধিকাংশই গুজরাত এবং উড়িষ্যার বাসিন্দা ৷ অনলাইনে ক্লাস চলার পর গত মার্চ মাসে তাঁরা বাধ্যতামূলক ল্যাবরেটরির ক্লাস করতে আইআইটিতে গিয়েছিলেন ৷

এই সংক্রমণ নিয়ে রাজস্থানের ডেপুটি চিফ মেডিক্যাল হেলথ অফিসার পি সিং জানান, 11 মার্চ নাগাদ কয়েকজন করোনা আক্রান্ত হন আইআইটিতে ৷ তাঁরা চণ্ডীগড়, গুজরাত এবং জয়পুরের আদিবাসী গ্রামের বাসিন্দা ৷ তারপর থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ আর বর্তমানে রাজস্থানের যোধপুর আইআইটির 70 জন করোনা আক্রান্ত হয়েছেন ৷ এদের মধ্যে প্রায় 60টি অ্য়াকটিভ কেস রয়েছে ৷ তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয় ৷ এই সংক্রমণের কারণে যোধপুর আইআইটির জি 3 ব্লককে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষাণা করা হয়েছে ৷ করোনা আক্রান্তের বেশিরভাগ চণ্ডীগড়, গুজরাত এবং জয়পুর থেকে এসেছেন বলে জানান এই স্বাস্থ্য আধিকারিক ৷

আরও পড়ুন : দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ

আক্রান্ত পড়ুয়াদের ক্যাম্পাসের একটি হস্টেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৷ সেই সঙ্গে করোনা সংক্রান্ত সবরকম বিধিনিষেধ মেনে চলা হচ্ছে ৷ পাশাপাশি আইআইটির দু’টি হস্টেল বিল্ডিংকে আক্রান্ত পড়ুয়া ও কর্মীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে ৷ সেখানে অধ্যাপক এমনকি অফিস কর্মীরাও করোনা আক্রান্ত হলে থাকতে পারবেন ৷ যোধপুর আইআইটির পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার গোটা ক্যাম্পাস ঘুরে দেখেন যোধপুরের ডিভিশনাল কমিশনার রাজেশ শর্মা এবং ডেপুটি ডিরেক্টর (মেডিক্যাল এবং স্বাস্থ্য) সুনীলকুমার বিস্ত ৷ গত কয়েক সপ্তাহে রাজস্থানে করোনার সংক্রমণ তিনগুণ বৃদ্ধি পেয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details