এতাওয়াহ (উত্তরপ্রদেশ), 29 মার্চ : বাড়ির সামনে হোলি খেলার প্রতিবাদ করায় বছর ষাটের এক বৃদ্ধাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এতাওয়াহ জেলার মেভাতি টোলা এলাকায় ৷ ওই মহিলার পরিবারের আরও 5 সদস্য জখম হয়েছেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷ অভিযোগ আজ সকালে 10টা নাগাদ ওই দলটি তাদের বাড়ির ভিতরে ঢুকে আসে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, সোমবার সকালে হোলি উপলক্ষ্যে ওই বৃদ্ধার বাড়ির সামনে একদল যুবক মদ্যপ অবস্থায় রং খেলছিল ৷ বছর ষাটের ওই বৃদ্ধা তার প্রতিবাদ করেন ৷ তারপরই ওই দলটি বাড়ির ভিতরে ঢুকে তাঁকে লাঠি ও পাথর দিয়ে মারতে শুরু করে ৷ ওই সময় বাড়ির অন্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে, তাঁদেরও মারধর করা হয় ৷ এই ঘটনায় আহত 5 জনের মধ্যে 2 জন মহিলা এবং 3 জন বাচ্চা রয়েছে ৷ ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷