গিনেস বুকে নাম তুলল বছর ছয়ের কণিকা আমেদাবাদ, 4 জুলাই: বয়স মাত্র ছয়, তাতে কী ? 3x3 মাল্টি কিউব (পাজল গেম) সমাধান করে সর্বকনিষ্ঠ ভারতীয় কিউবার হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলল আমেদাবাদের কণিকা ভাগতিয়া ৷ 4 বছর বয়সে কণিকা মাত্র দুই মাসের মধ্যে রুবিকস কিউব সমাধান করতে শিখে গিয়েছিল। গিনেস বুকের বিচারে সে সবচেয়ে চ্যালেঞ্জিং আটটি পাজল সমাধান করেছে ৷
কণিকার বাবা কেয়ুর ভাগতিয়া বলেন, "তখন ওর বয়স ছিল মাত্র সাড়ে চার বছর । কোভিডের কিছু সময় আগে আমরা একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম। কণিকা সেখানে উপহার (রির্টান) হিসেবে একটি (রুবিকস) কিউব পেয়েছিল। সে তখন কিউবটির এক পাশ রঙ করে আমার কাছে নিয়ে আসে ৷ তারপর কিউবটি সমাধান করতে চায়। এরপর আমরা কাছাকাছি একটি প্রশিক্ষণ সেন্টারে ভরতি করি ওকে ৷ সেখান থেকেই ওর খেলার যাত্রা শুরু ৷"
বাচ্চা কিউব-মাস্টার তথা কণিকার অনুপ্রেরণা হল সাইনা নেহওয়াল । কণিকা বলে, "একদিন বাবা সাইনা নেহওয়ালের সিনেমা দেখছিল ৷ তখন আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম সে কে ? বাবা উত্তরে বলে, তিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড় ও পদক জয়ী ৷ আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম এগুলো কীভাবে পাওয়া যায়, এই পদক কেনা যায় না ? তখন বাবা উত্তরে বলে, এর জন্য নিয়মিত প্র্যাকটিস প্রয়োজন ৷ আর কখনই হার স্বীকার করলে হবে না ৷"
কিউব সমাধানের পাশাপাশি, কণিকা স্কেটিং এবং মডেলিংও করে। সে স্কেটিং করার সময় রুবিকের কিউব সমাধানের সর্বোচ্চ বিভিন্ন ধরনের বিশ্ব রেকর্ড-সহ আটটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। কণিকার স্কেটিং প্রশিক্ষক পারভ পান্ডিয়া বলেন, "সে প্রায় দেড় থেকে দুই বছর ধরে আমার সঙ্গে স্কেটিং শিখছে। এরমধ্যে সে রাজ্য এবং জাতীয় স্তরের উভয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে আর তাতে ভালো জায়গা অর্জন করেছে। কণিকা গোয়া, আগ্রা, সুরাট, বরোদা ইত্যাদি জায়গায় জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে ও স্কেটিংয়ে দুর্দান্ত রেকর্ড করেছে ৷" বাবা-মায়ের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেয়ে, সে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদী।
আরও পড়ুন:হাই হিল পরে দৌড়ে ক্রিশ্চিয়ানের নাম গিনেস বুকে ! টেক্কা বোল্টকে