দিল্লি, 28 ফেব্রুয়ারি : দেশে গত 24 ঘণ্টায় নতুনভাবে করোনায় আক্রান্তের সংখ্যার নিরিখে সব থেকে করুণ অবস্থা ছয় রাজ্যের । এই রাজ্যগুলি হল কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত । গত 24 ঘণ্টায় গোটা দেশে যত পরিমাণ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁর মধ্যে 86.37 শতাংশ মানুষ এই ছয় রাজ্যের ।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র সব থেকে এগিয়ে । মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা আট হাজার 623 । কেরালায় এই সংখ্যা তিন হাজার 792 এবং পঞ্জাবে 593 । ছয় রাজ্যে নতুন করে 84.96 শতাংশ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । মহারাষ্ট্রে 51 জন, কেরালায় 18 জন এবং পঞ্জাবে 11 জনের মৃত্যু হয়েছে শেষ 24 ঘণ্টায় । স্বাস্থ্যমন্ত্রক নতুন আট রাজ্যের উল্লেখ করেছে, যাদের দৈনিক করোনায় আক্রান্তের নিরিখে পরিসংখ্যান উর্ধ্বগামী । সেগুলি হল কেরল, পঞ্জাব, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাত, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ ।