নয়াদিল্লি, 11 এপ্রিল : রামনবমী উপলক্ষে রবিবার দিকে দিকে বিজেপির মিছিল দেখা গিয়েছে ৷ অস্ত্র প্রদর্শন, লাঠি খেলা-সহ রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে কোথাও কোথাও অশান্তির খবরও মিলেছে ৷ তবে সেইসব ছোটখাটো ঘটনাকে ছাপিয়ে গেল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ৷ বরাবরই ছাত্র রাজনীতির আঁতুড়ঘর নামে পরিচিত এই জেএনইউ ৷ সেখানেই রামনবমীর পুজো ও মাংস খাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের ঝামেলা মারামারি, হাতাহাতিতে পৌঁছল ৷ কেউ অসুস্থ হয়ে পড়লেন, কারও রক্ত ঝরল (Clash between JNU students over non-veg food and Ram Navami puja) ৷
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনগুলির একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগও এনেছে ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে দু পক্ষের 6 জন আহত হয়েছেন ৷ যদিও দুই পক্ষের দাবি, রবিবার রাতের এই ঘটনায় মোট 60 জন আহত হয়েছেন ৷ পুরো ঘটনাটি ঘটে জেএনইউয়ের কাবেরী হস্টেলের কাছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে এক পড়ুয়ার মাথা ফেটে গলগল করে রক্ত বের হচ্ছে ৷ বাম ছাত্র সংগঠন জেএনইউএসইউ (JNUSU)-এর অভিযোগ, রবিবার দুপুরে মেসে মাংস ঢুকতে বাধা দেয় এবিভিপি-র সদস্যরা ৷ মাংস নিয়ে যিনি ঢুকছিলেন তাঁকে মারধরও করা হয় ৷