পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Musk Deer Research Centre: বাগেশ্বর গবেষণা কেন্দ্রে 20 দিনে 5টি কস্তুরী হরিণের মৃ্ত্যু

Musk Deer Death in Research Centre: উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত কস্তুরী হরিণ গবেষণা কেন্দ্র মাহরুধি ধরমঘরে 20 দিনের মধ্যে পাঁচটি কস্তুরী হরিণের মৃত্যু হয়েছে । মৃত্যুর কারণ নিয়ে দেখা গিয়েছে ধোঁয়াশা ৷

Musk Deer death
কস্তুরী হরিণ

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 10:50 PM IST

বাগেশ্বর (উত্তরাখণ্ড), 23 সেপ্টেম্বর:মাহরুধি ধরমঘরে কস্তুরী হরিণ গবেষণা কেন্দ্রে মৃত্যু হয়েছে আরেকটি পুরুষ হরিণের । 20 দিনের মধ্যে এই নিয়ে পাঁচটি কস্তুরী হরিণের মৃত্যু হল এখানে ৷ যা চিন্তায় ফেলেছে বন দফতরকে । প্রথম চারটি হরিণ মারা গেলে তাদের নমুনা সংগ্রহ করে আইবিআরআই বেরেলিতে পাঠানো হয় । হরিণের মৃত্যুর তদন্ত রিপোর্ট এখনও আসেনি । এ কারণে তার অসুস্থতা শনাক্ত করা যায়নি, অর্থাৎ কী কারণে হরিণগুলির মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয় ৷

গবেষণা কেন্দ্রে পাঁচটি হরিণের মৃত্যু: গত 3 সেপ্টেম্বর গবেষণা কেন্দ্রে মৃত্যু হয় একটি হরিণের । এরপর 11 সেপ্টেম্বর আরেকটি হরিণ মারা যায় । এরপর 13 সেপ্টেম্বর দুটি কস্তুরী হরিণের প্রাণ গিয়েছে । নিহতদের মধ্যে একটি পুরুষ ও তিনটি স্ত্রী হরিণ ছিল । কস্তুরী হরিণ গবেষণা কেন্দ্রে 21 সেপ্টেম্বর আবারও একটি পুরুষ হরিণের মৃত্যু হয়েছে । মরা হরিণের হাঁটুর চারপাশে ফুলে যাওয়া থেকে এই রোগ শুরু হয় । তার পেট খারাপও হয়ে যায় । তবে এবারের মৃত পুরুষ হরিণটি ক্রমাগত ডায়রিয়ায় ভুগছিল বলে জানা গিয়েছে ।

20 দিনের মধ্যে পাঁচটি কস্তুরী হরিণের মৃত্যু: চারটি হরিণের মৃত্যুতে প্রশাসনে আতঙ্ক বিরাজ করছে । ডিএম অনুরাধা পাল মুখ্য পশুচিকিৎসা আধিকারিকের সঙ্গে কথা বলেছেন । সিভিও চিকিৎসক কমল পন্ত ডাক্তারদের একটি দলকে মাহরুধি ধরমঘরে হরিণ গবেষণা কেন্দ্রে পাঠিয়েছিলেন । তদন্তের সময় একটি পুরুষ হরিণকে অসুস্থ অবস্থায় পাওয়া গিয়েছিল ৷ যেটির এবার মৃত্যু হয়েছে ।

সূত্রের খবর, বর্তমানে গবেষণা কেন্দ্রে 12টি কস্তুরী হরিণ রয়েছে । এর মধ্যে ছটি পুরুষ ও ছটি স্ত্রী হরিণ । রানিক্ষেতের আঞ্চলিক আয়ুর্বেদ গবেষণা ইনস্টিটিউটের সহকারী পরিচালক অচিন্ত্য মিত্র বলেন, "মাহরুধির কস্তুরী হরিণ গবেষণা কেন্দ্রে হরিণের মৃত্যুর ঘটনায় নমুনা আইবিআরআই ইজ্জতনগরে পাঠানো হয়েছে । তদন্ত রিপোর্ট এখনও হাতে পাইনি । রিপোর্ট আসার পরই হরিণের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।"

আরও পড়ুন:বেঙ্গল সাফারিতে চরম গাফিলতির জের ! 2 মাসে মৃত 27 হরিণ, পদক্ষেপের আশ্বাস বনমন্ত্রীর

কস্তুরী হরিণ কী?

কস্তুরী হরিণ একটি সংবেদনশীল বন্য প্রাণী । এদের প্রধানত দক্ষিণ এশিয়ার হিমালয়ে পাওয়া যায় । এটা বিশ্বাস করা হয় যে ইউরোপে আর কস্তুরী হরিণ পাওয়া যায় না । সীমিত সংখ্যায় তাদের অস্তিত্ব রয়েছে শুধুমাত্র এশিয়ায় । হিমাচল প্রদেশের চাম্বাতে তাদের বেশি সংখ্যায় দেখা যায় । উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় কস্তুরী হরিণ গবেষণা কেন্দ্র মাহরুধি ধরমঘর এই বিপন্ন প্রজাতির হরিণকে সংরক্ষণের জন্য নির্মিত হয়েছিল । এখন এই গবেষণা কেন্দ্রে মাত্র 12টি কস্তুরী হরিণ অবশিষ্ট রয়েছে । কস্তুরী হরিণ তাদের কস্তুরীর জন্য বিখ্যাত । আসলে কস্তুরী হরিণের নাভিতে একটি সুগন্ধি ঘন তরল থাকে, যাকে বলা হয় কস্তুরী । তাই শিকারীরা কস্তুরীর সন্ধানে কস্তুরী হরিণকে তাড়া করে বেড়ায় । তবে এই কস্তুরী শুধুমাত্র পুরুষ কস্তুরী হরিণের নাভিতেই পাওয়া যায় ।

ABOUT THE AUTHOR

...view details