আগর মালোয়া (মধ্যপ্রদেশ), 3 ডিসেম্বর : পাচেতি ড্যামে তলিয়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হল । মধ্যপ্রদেশের আগর মালোয়া জেলার পাচেতি ড্যামে গতকাল তলিয়ে যায় তারা । মৃতদের মধ্যে তিন শিশুও রয়েছে ।
মধ্যপ্রদেশের পাচেতি ড্যামে তলিয়ে মৃত 5 - মৃতদেহগুলি উদ্ধার করে SDRF
আগর মালোয়া জেলার পাচেতি বাঁধে ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে । তাঁদের শেষকৃত্য সম্পাদনের জন্য পাঁচ হাজার টাকা ও মৃতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার ।
মৃতদের পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটে শোকপ্রকাশ করে লেখেন, "মধ্যপ্রদেশের আগর মালোয়া জেলার পাচেতি বাঁধে ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে । তাঁদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য 5 হাজার টাকা ও মৃতদের পরিবারকে 4 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।"
জেলাশাসক আওয়াধেশ শর্মা বলেন, দুর্ঘটনায় দুই মহিলা ও তিন শিশুর মৃত্যু হয়েছে । রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধারকাজ চালিয়েছে ।