পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

11 রাজ্যে 48 জন সংক্রমিত ডেল্টা প্লাস ভ্যারিয়্য়ান্টে, জানাল আইসিএমআর - সার্স-কোভ-2

আইসিএমআর-এর ডাঃ বলরাম ভার্গব জানিয়েছেন এখনও পর্যন্ত দেশের 11টি রাজ্যে 48 জন সংক্রমিত হয়েছেন সার্স-কোভ-2-এর নতুন ভ্যারিয়্যান্ট "ডেল্টা প্লাস"-এ ৷ একদিন আগে এই ভ্যারিয়্যান্টকে "দুশ্চিন্তার" (Variant of Concern, VOC) বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ দ্বিতীয় ঢেউয়ের রেশ কাটেনি, করোনাভাইরাসের এই নতুন ধরন কি তাহলে তৃতীয় ঢেউয়ের সংকেত ?

48 জন সংক্রামিত হয়েছেন "ডেল্টা প্লাস"-এ
48 জন সংক্রামিত হয়েছেন "ডেল্টা প্লাস"-এ

By

Published : Jun 26, 2021, 8:44 AM IST

নিউ দিল্লি, 26 জুন : করোনাসংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের ইঙ্গিতবাহী "ডেল্টা প্লাস" ভ্যারিয়্যান্টের সংক্রমণের খবর আসতে শুরু করেছে ৷ সার্স-কোভ-2-এর এই ধরনকে একদিন আগেই "দুশ্চিন্তাজনক" (VOC) বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ এর মধ্যে দেশের 11টি রাজ্যে 48 জন সংক্রামিত হয়েছেন ৷ শুধু মহারাষ্ট্রেই 20 জন ৷ শুক্রবার এই তথ্য দিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) জানিয়েছে, করোনা ভ্যাকসিনগুলি এই বিশেষ ভ্যারিয়্যান্টকে রুখতে কতটা কার্যকরী, তা জানতে আরও 7-10 দিন সময় লাগবে ৷ আইসিএমআর-এনআইভি-তে (ICMR-NIV) করোনাভাইরাসের এই শক্তিশালী ধরনটি নিয়ে আলাদা পরীক্ষা শুরু হয়েছে ৷ জানিয়েছেন আইসিএমআর-এর (ICMR) ডিরেক্টর জেনেরাল ডাঃ বলরাম ভার্গব ৷

আরও পড়ুন : Covid-19 vaccine: পুণের কারখানায় কোভোভ্য়াক্সের উৎপাদন শুরু সেরামের

একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ইতিমধ্যে 12টি দেশে পাওয়া গিয়েছে সার্স-কোভ-2-এর এই নতুন ভ্যারিয়্যান্ট ৷ ডেল্টা প্লাস কতটা ক্ষতিকারক, এর সংক্রমণ ক্ষমতা কেন পরীক্ষাতেও ধরা পড়ছে না, তা জানতে এই ভ্যারিয়্যান্টের উপর সমানে নিরীক্ষণ চালিয়ে যাওয়া জরুরি ৷" আরও উন্নত ভ্যাকসিনের প্রসঙ্গে তিনি জানান , ভাইরাসকে সম্পূর্ণরূপে শেষ করতে এমআরএনএ ভ্যাকিসনকে সহজেই রূপান্তর করা যায় ৷

তবে তিনি আশ্বস্ত করেছেন, ভারতের কোভ্যাকসিন আর কোভিশিল্ড সার্স কোভ-2-এর চারটি চিন্তাজনক ভ্যারিয়্যান্ট "আলফা (B.1.1.7), বিটা (B.1.351), গামা (P.1), আর ডেল্টা (B.1.1617.2) "-কে রুখতে সক্ষম ৷ তবে নতুন ডেল্টা প্লাসের উপর গবেষণা চলছে ৷ অবাধে সংক্রমণ ছড়ানোর সুযোগ, কোভিড বিধি না-মানা, আর সর্বোপরি চিকিৎসার পরে রোগ প্রতিরোধক ক্ষমতার জন্যই সার্স-কোভ-2-এর দ্রুত ধরন বদলাচ্ছে ৷ B.1.617.2 প্লাস বা ডেল্টা প্লাসের তিনটি চরিত্রের সন্ধান মিলেছে ভারতের বিভিন্ন অঞ্চলে ৷

ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (National Centre for Disease Control and Prevention (NCDC))-এর ডিরেক্টর ডাঃ সুরজিৎ সিং জানিয়েছেন, ডেল্টা প্লাসে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে ৷ তার পর তামিলনাড়ু (9টি সংক্রমণ), মধ্যপ্রদেশ (7টি সংক্রমণ), কেরালা (3টি সংক্রমণ), পঞ্জাব (2টি সংক্রমণ) আর গুজরাত (2টি সংক্রমণ) ৷ অন্ধ্রপ্রদেশ, ওডিশা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর, কর্নাটকে 1 জন করে রোগী সংক্রামিত হয়েছেন ৷ তিনি বলেন, "ল্যাব, হাসপাতালে, সংক্রমণের প্রবণতা বেশি এবং কম এরকম অঞ্চলগুলি থেকে এই সংক্রমণের নমুনা সংগ্রহ করে কেন্দ্রের পর্যবেক্ষণ কেন্দ্রগুলিতে (central surveillance unit) পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details