হায়দরাবাদ, 3 ডিসেম্বর: বেলা যত বাড়ছে ততই বদলাচ্ছে নির্বাচনের ফল ৷ চার রাজ্যের ভোটের চলছে গণনা ৷ উত্তেজনার পারদ চড়েছে দেশজুড়ে ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ৷ চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপির জয়জয়কার ৷ কিন্তু তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর সঙ্গে পাল্লা ভারী কংগ্রেসের ৷
মধ্যপ্রদেশে ফের ফুটতে চলেছে পদ্ম। বুধনি আসন থেকে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন। ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। রাজস্থান হাতছাড়া হতে পারে কংগ্রেসের। তেলঙ্গানায় ক্ষমতাসীন বিআরএসকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর 2টি আসন থেকে লড়ছেন ৷ কানারেড্ডিতে তিনি পিছিয়ে রয়েছেন ৷ দুপুর দু'টোর পর দেখে নিন চাররাজ্যে কত আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আর কত আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ৷
- রাজস্থানে 114 আসনে এগিয়ে বিজেপি, 71 আসনে এগিয়ে কংগ্রেস ৷
- ছত্তিশগড়ে55 আসনে এগিয়ে বিজেপি, 33 আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ৷
- তেলেঙ্গানায়বিআরএস 39 আসনে এগিয়ে, কংগ্রেস এগিয়ে 64 আসনে, বিজেপি 8টি'তে ৷
- মধ্যপ্রদেশেবিজেপি 156, কংগ্রেস 72 আসনে এগিয়ে ৷